আমাদের কথা খুঁজে নিন

   

যখন কুড়ানোর অবশিষ্ট ছিল না কিছুই



প্রণাম নিও হে পাতার প্রভাব। একটু সবুজ রেখে দিও আমার জন্য। রাঙাতে চাই । রঙিন হতে চাই , নিজেও এই জলক্যাম্পে ; এই উনুন উপত্যকায়। বিষ্ণুপ্রিয়ার মুখ দেখে, চিনে নিতে চাই কুড়িয়ে রাখা শেষস্মৃতি।

আবার জয় হবে, আবার নুয়ে পড়া লতাগুল্মে সূর্যও দেখবে নিজের মুখ- সেই ভাবনা জিইয়ে রেখে হতে চাই খসড়া স্বপ্নের প্রত্নস্বাপ্নিক। যখন কুড়ানোর অবশিষ্ট ছিল না কিছুই , তখন তুমিই ছিলে আমার সংগ্রহে , হে পাতা - হে পৃষ্টার প্রদীপ। তাই আজ তুমিই আলো দাও। অন্ধ হবার আগে, আমি আবার দেখি। দেখে যাই এই যন্ত্র ও যন্ত্রণার ছাপচিত্র।

আমার গড়ে তোলা অগ্নিঅনুকূলে । ছবি- কারানফিল গাব্রিয়েলা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।