আমাদের কথা খুঁজে নিন

   

আজ আমি দুখি সুখি জেনারেল.....

.....

আজ সামুতে আইসা দেখি "জেনারেল" এ উন্নিতো হইছি। অনেকদিন এই অপেক্ষায় ছিলাম। আমারে জেনারেল করেনা দেইখা প্রায়ই সামুর উপর অভিমান কইরা গাল ফুলাইছি,প্যান প্যান করছি। আজ সামু আমারে জেনারেল এর মর্ষাদা দিল। আমার বহু কাঙ্খিত।

ভাবছিলাম যেইদিন জেনারেল হমু,সেইদিন আমি একটা পোস্ট দিয়া আমার খুশি সবার সাথে শেয়ার করমু। কিন্তু আমি খুশি হইতে পারতাছিনা। মন মেজাজ কিঞ্চিৎ খারাপ আছে। কিঞ্চিৎ না,অনেক। যারা আমার এই পোস্টটা পড়তাছেন তারা যদি কিঞ্চিত বিরক্ত হন আর ভাবেন আবার প্যান প্যান শুরু হইল,তাদের বলি,আপনারা কষ্ট কইরা আমার পোস্টটা পইড়েন না।

মন মেজাজ খারাপ,এই বিষয়টাও সেলিব্রেট করতে পারতাছিনা। কারণ পরশু আমার ২টা পরীক্ষা আছে। লাইফ.......

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।