ডন বস্কের খবর সবে
বলছি শুনুন ভাই
শোনেন যদি, শোনাই তবে
বলার শেষ নাই।
রবার্ট দা মানুষ ভাল
মনটা যেমন তেমন
স্বপন দাদা আরও ভাল
ভাবটা জানি কেমন!!
দানিয়েল দা বাতি নিবিয়ে
রাত ১০টার পরে
গরুর হাড় খান চিবিয়ে
লুকিয়ে লুকিয়ে ঘরে।
সুজন দার মনটা যানি
কেমন কেমন করে
এত ছ্যাঁক খেয়েও তিনি
মেয়ে মেয়ে করে।
ক্লেমেন্ট দা নতুন বলে
কি লিখব ভাই
তাকে মোরা চিনতে গেলে
আরও দিন চাই।
লোচন দা পাত্র ভাল
পাত্রী তাহার নাই
বিয়ের ফুল ফুটে এল
বিয়ে কবে খাই?
কংকন দা ভদ্র ছেলে
বাবুর্চি মার্কা ভাব
এত দিনে বিয়ে দিলে
হতেন ছেলের বাপ।
দিন দুপুরে ফোনটি এলে
বুঝতে হবে তার
Dating করে ভদ্র ছেলে
নামটি সুজিত দা'র।
শিল্পি বড় কিরণ দাদা
গানের গলা ভাল
ডন বস্কে নতুন গাধা
কেমন করে এল!
রাখাল দা সন্ধ্যে হলে
বাজান শুধু বাঁশি
সেই সুর শুনতে পেলে
মশার আসে কাঁশি।
বাবুল দাদার ডায়লগ
বড়ই ভাল লাগে
তার মত বাচাল লোক
দেখিনি যে আগে।
বকুল ছেলে মানুষ ভাল
Emotion টাই বেশী
মেয়ে একটা দেখলে বলে
তোমায় ভালবাসি। ।
ডন বস্কের বিজ্ঞ ছেলে
নামটি তার চন্দন
তার Lecture শুনতে পেলে
মনে আসে স্পন্দন। ।
দুই বন্ধুর নাম যে বলি
প্রসাদ আর মিল্টন
তাদের মাঝে ভাবটা যেন
হিলারী আর ক্লিনটন।
মেয়েলী স্বভাব এলেই পরে
বুঝতে হবে তার
থাকেন তিনি ৩য় ঘরে
রুমী সমাদ্দার।
শিমুল-জুয়েল ভদ্র পোলা
বাড়ী নোয়াখালী
৮০ টাকায় প্রতি তোলা
ভালই জানে গালি।
রনি দাদার সমস্যাটা
Problem টার মত
ক্রিকেট খেলায় ঝানু ব্যাটা
ম্যারাডোনার মত।
হাবা-গোবা যতই বল
সে যে মোদের অমিতই
পাগল-ছাগল যদিও বল
নাই যেন তাতে কমতি।
বাকি থাকে নোয়েল-অপু
একটু বলি তাই
বোল ভর্তি খেয়েও বলে
পেট ভরে নাই।
বাবুর্চির নামটি ভাল
সুসান্ত ভাই
একটু ভুল হলেই দেখি
বাটিতে মাংশ নাই।
একদায় জেমসকে বলি
আন্টিকে দাওয়াত দিতে
সে গিয়ে দাওয়াত দেয়
আন্টির স্ত্রী কে সাথে।
Don Bosco Day তে ছিল
এটাই মদের কাজ
ভাল থেকো, সুস্থ্য থেকো
বিদায় নিলাম আজ। ।
ভাল কথা, শুনুন তবে
ছিলাম মোরা তিন
সৌরভ আর রোমীও, টনি
লেগেছে দুই দিন। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।