বুকের ভেতর বহুদূরের পথ.........
'দ্যা ভিঞ্চি কোড' এর বিখ্যাত লেখক ড্যান ব্রাউন আবারো মাত করলেন তার লেটেস্ট বই 'দ্যা লস্ট সিম্বল' দিয়ে। টানা দু'সপ্তাহ নিউইয়র্ক টাইম বেস্ট সেলার (১ নম্বরে), আরো কতদিন থাকবে আল্লাহই জানে। নাফিস ইফতেখারের পোস্ট থেকে ডাউনলোড লিংক পেয়েছিলাম। ঈদের ছুটিতে পড়ে ফেললাম। যারা এখনো হাতে পান নাই তাদের জন্য.......
http://www.mediafire.com/?jyotwtkzemd
ব্রাউনের প্রতিটা বইই পেজ টার্নার, মানে রুদ্ধশ্বাসে পড়তে হয়।
কিন্তু শেষ করার পর মোটামুটি একই অনুভূতি জাগে মনে- ওহ, এই! ধুর!! সোজা বাংলায় শেষটা পাংখা হয়না, বড্ড অর্ডিনারি। লস্ট সিম্বলের ব্যাপারটা আরেক ধাপ এগিয়ে, শুধু অর্ডিনারি বললে কম বলা হয়- বলা উচিত 'যাচ্ছে তাই'।
বইয়ের শুরু থেকেই প্রাচীণ গোপন কিছু দলিলপত্র নিয়ে হাউকাউ শুরু হইলো। এইসব দলিল শত শত বছর ধরে নিজেদের মধ্যে সংরক্ষণ করে আসছে 'মেসন' নামের এক ব্রাদারহুড। লিউনার্দো দ্যা ভিঞ্চি থেকে শুরু করে নিউটন, জর্জ ওয়াশিংটন সবাই নাকি এই মেসন গোষ্ঠির সদস্য।
ব্রাউন সাহেবের পুরনো রোগ এইটা, দুনিয়ার তাবড় তাবড় যত বৈজ্ঞানিক আছেন সবাইরেই উনি কোন না কোন ব্রাদারহুডের সদস্য বানাইছেন। এরা ইউরোপের বিভিন্ন দেশে থাইকা নিজেদের মধ্যে যোগাযোগ কেমনে রক্ষা করতো? মোবাইল দিয়া? কী জানি, হয়ত ব্রাউন সাহেবের আগামী বইতেই থিউরী বাইর হইবো ঐ সময় খু্ব 'সিক্রেট' ভাবে বিনা তারে কথা বলতেন কোন এক অজানা ব্রাদারহুডের সদস্যরা। তৎকালীন সমস্ত বড় বড় বৈজ্ঞানিক, দার্শনিক, চিত্রকর সবাই এই ব্রাদারহুডের সদস্য আছিলেন।
যাক সেই কথা, যা কইতেছিলাম। তো এই প্রাচীণ 'সিক্রেট' দলিলপত্র হাতানোর জন্য ওয়ান ম্যান আর্মি নিয়া মাঠে নামে মালাক নামের এক ম্যানিয়াক।
তার বিশ্বাস এই দলিল হাতাইতে পারলেই সে 'খোদা' হইয়া যাইবো। আর এই জন্য তার সাহায্য দরকার প্রাচীণ দলিল-দস্তাবেজ, চিহ্ন ইত্যাদি বিশেষজ্ঞ রবার্ট ল্যাংডনের। কিন্তু পুরা বিষয়টা এক সময় আমেরিকার 'ন্যাশনাল সিকিউরিটি ইস্যু' (এই আরেক আজব চীজ) হইয়া দাঁড়ায়। যেকারণে দৃশ্যপটে আসে মহাক্ষমতাধর সিআইএ এবং অন্যান্য বাহিনী। মালাক একাই বইয়ের শেষ পাতা পর্যন্ত সবাইরে ঘোল খাওয়াইতে থাকে।
সাবাশ মালাক!!!
সবশেষে প্রাচীণ 'সিক্রেট' এর নামে যা বাইর হয়..............থাক কমুনা, পড়েন নিজেই বাইর করেন। তবে বইটা একটা রিয়েল 'পেজ টার্ণার', শুরু করলে আর থামাথামি নাই। শুধু ভিলেন মালাকের অতি মানবীয় পারফর্মেন্স অবাস্তব মনে হইছে। আর আগেও কইছি, শেষটা 'ডিসাপয়েন্টিং'।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।