যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
কোথায় কেন যেন কোন অদৃশ্য সুতোর জালে আটকে আছি । ঠিক যেন চুইংগামের বিশ্রী আঠার মতন পেছন থেকে আটকে ধরে আছে আর কিছুতেই ছুটছে না । ছুটতে দেয় না , কিসের অদৃশ্য জালে কিসের মায়ায় নাকি কোন যাদুকরী বুড়ির মায়াজালে বৃথাই আটকে থাকা ....
আমি খুঁজে পাই না । মাথায়- মগজে-মননে এক ঘোর, ঘোরে ঘোরে চলে যায় জীবনের প্রতিটি মুহুর্ত প্রহর ক্ষণ..
অথচ
অথচ কত ছন্দময় হবার কথা ছিল, কথা ছিল বিদ্যুৎ-এর গতিতে তামিল নেয়ার-অষ্ট্রপ্রহর ছিল তোমার আমার, কথা ছিল টাইম মেশিনে ভবিষ্যত চেখে দেখার, কিংবা নক্ষত্র গুলো হাজার-লক্ষ বছরের বন্ধন ছেড়ে কিসের টানে ছুটে যায় মৃত্যু পানে ?? তাদের আত্ম হননের গল্প জানার ....
অথচ ও
অথচ দেখ কিসের মায়ায় ..
জানি না
আমি জানি না।
শুধু জানি
Here i am, rock you like a hurricane.
রাহা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।