আবজাব বিষয়বস্তুর ব্লগ এটি। ভালো কিছু খুঁজে সময় নষ্ট করবেন না।
খাট ধার
নিলয়ের বাড়িতে অনেক মেহমান এসেছে, শোবার জায়গা নেই। নিলয় তার বন্ধুকে গিয়ে বলল, দোস্ত আমার বাড়িতে আজ অনেক মেহমান এসেছে। তাদের শোবার ব্যবস্থা করতে পারছি না।
তোর এক্সট্রা খাট থাকলে ধার দিবি?
- না দোস্ত আমার এক্সট্রা কোন খাট নেই। দু’টো খাট আছে, একটাতে আমি আর আমার বাবা ঘুমাই, আর একটা খাটে আমার বউ আর মা ঘুমায়।
সঙ্গে সঙ্গে নিলয়ের উত্তর, ওরে শালা, ধার দিবি না, না দে। কিন্তু উল্টা পাল্টা করে শোবার দরকার নাই।
কাউন্টারে বাবা
ইদানিং ছেলেটা খুব বিরক্ত করছে মেয়েটিকে।
স্কুলে যাবার পথে, বাড়ি থেকে বের হলেই পিছু নিত মেয়েটির।
একদিন ছেলেটি হুট করে মেয়েটির বাড়িতে হাজির। তাকে দেখেই মেয়েটি বিরক্ত হয়ে বলল, আমার বাড়িটা কি রেল স্টেশন? যখন তখন ঢুকে পড়বেন আপনি?
ছেলেটা পরিস্থিতি ঠাণ্ডা করতে বলল, টিকেট কেটে আসতে হবে?
মেয়েটির ঝটপট উত্তর, যান কাউন্টারে বাবা বসে আছেন?
রোজগার
দেশে চাকরি-বাকরির অবস্থা খুব খারাপ। সরকার থেকে বলে দেয়া হয়েছে, ছোট ছোট ব্যবসা কর। বাড়িতে বসে বসেই আজকাল ছেলে মেয়েরা রোজগার শুরু করে দিয়েছে।
এই রকম অবস্থায় এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, জানিস আমার বউটা না বড্ড শেয়ানা হয়ে গেছে। একটা হামি দিতে গেলেই এক টাকা করে নেয়।
শুনেই দ্বিতীয়জন বলছে, তুই খুব লাকি রে, তোর বউ আমাদের থেকে পাঁচ টাকা করে নেয়।
হাহাপগে আদোনা - ১
হাহাপগে আদোনা - ২
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।