গলায় ব্যাথা!! আওয়াজ তুলতে পার্তাসি না!!
গতকালের প্রথম আলো'র ফিচার পাতা "ঢাকায় থাকি"তে ঢাকা শহরের রাস্তার মোড়ে মোড়ে অবৈধ পুলিশ বুথ বসানো নিয়ে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়েছে, আজকে আমি আপনাদেরকে এই প্রতিবেদন সম্পর্কিত কিছু কথা বলবঃ
রিপোর্টে বলা হয়েছে পুলিশ বুথ গুলো অবৈধ। সিটি কর্পোরেশনের অনুমোদন বিহীন এবং পুলিশ বিভাগও কোন অনুমোদন দেয়নি কিন্তু স্থানীয় জনপ্রতিনিধরা নাকি এগুলো তৈরি করে দিয়েছে। নিউমার্কেট মোড়ে বসানো পুলিশ বুথটি একটি বিজ্ঞাপনী সংস্থা নিজ খরচে তৈরি করে তার গায়ে বিজ্ঞাপন প্রচার করছে। পৃথীবির কোনদেশে এইভাবে রাস্তার মোড়ে এরকম সলিড স্থাপনার দেখা যায়না বলে খবরে প্রকাশ। News Link
আমার কথাঃ
রাজধানীর ব্যস্ততম এলাকা গুলোর মধ্যে কাওরান বাজার অন্যতম আর এই কাওরান বাজার মোড়েই আছে এরকম একটি পুলিশ বুথ, যার গায়ে প্রথম আলো'র বিজ্ঞাপন সাটানো আছে রাজধানীর উত্তরার আব্দুল্লাপুর মোড়েও আছে এইরকম আরেকটি পুলিশ বুথ এবং সেটার গায়েও প্রথম আলো'র বিজ্ঞাপন সাটানো আছে।
এ ব্যাপারে প্রথম আলোর সম্পাদক জনাব মতিউর রহমানের সাথে ফোনে কথা বললে তিনি জানান উক্ত পুলিশ বুথগুলো প্রথম আলো নিজ খরচে তৈরি করে তার গায়ে প্রথম আলো'র বিজ্ঞাপন প্রচার করছে।
প্রথম আলো'র রিপোর্টেই বলা হয়েছে পুলিশ বুথ গুলো অবৈধ তাহলে প্রথম আলো কেন এরকম অবৈধ করাজ করল?
আর যদি এগুলো অবৈধ নাইইই হয় তাহলে প্রথম আলো কেন এ ব্যাপারে খবর ছাপালো?
দেশের শীর্ষ স্থানীয় দৈনিক প্রত্রিকা প্রথম আলো বদলে যাওয়ার বার্তা নিয়ে সারা দেশে ব্যপক প্রচারনা চালাচ্ছে তারা " নিজেকে বদলাতে হবে আগে" শীর্ষক স্লোগান নিয়ে মানুষের কাছ থেকে বদলে যাবার শপথ সংগ্রহ করেছে হয়ত এই শপথের কারনে অনেকে নিজেকে বদলে ফেলেছেন। এছাড়াও প্রথম আলোর বিভিন্ন সামাজিক উদ্যেগ সব মহলে প্রসংশা অর্জন করেছে। তারা দেশকে বদলানোর চেষ্টা করেছে কিন্তু নিজের কতটুকু বদলাতে পেরেছে? নাকি বদলানোর সুর শুধুই লোক দেখানো?
তারা অপরের দোষ খুজে বেড়ায় কিন্তু নিজেরা যে সেই একই দোষ করেছে তা হয়ত ভেবে দেখেনি।
"বলা সহজ করা কঠিন" আমরা হয়ত এ কথাটি ভুলেই গিয়েছি................
অপরকে বদলানোর আগে নিজেকে বলাই।
আমি আশা করব প্রথম আলো কর্তৃপক্ষ এ বিষটির দিকে খেয়াল রাখবেন, প্রথম আলোর একজন নিয়মিত পাঠক হিসেবে আমি তাদের কাছে এটাই আশা করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।