কি করব বুঝতে পারছিনা। "লুণ্গি এবং ঢাকা ক্লাব" ব্যাপারটা না পারছি হজম করতে না পারছি ভুলে যেতে। খবরটা যখন প্রথম পড়ি, খুব মজা লেগেছিল। ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম, "Byapok moja paisi".....
নিজের অজান্তে হয়ত মুখ থেকে বেরিয়ে এসেছিল, "শাবাশ!"। কিন্তু এই ব্যাপারটা নিয়ে যত ভাবছি ততই চিন্তা বাড়ছে।
যাই ভাবি বা গলাবাজি করি, আমি কি পারব লুণ্গি পরে এই আন্দোলনে শামিল হতে???
আমি কদাচিৎ লুণ্গি পরি। মেহমান আসলে অবশ্যই লুণ্গি চেন্জ করে প্যান্ট পরি। আমার "Superego" জানে লুণ্গি সামাজিক পোষাক না। লুণ্গি কি আমার জাতীয় পোষাক? Weekipedia check করে দেখলাম ওখানে লেখা আছে, "Pajamas and Lungi, Kurta/Panjabi (male) and Sari, Salwar Kameez (female)" [http://en.wikipedia.org/wiki/National_costume]!!! অথচ ভাবতেই পারিনি লুণ্গি আমার জাতীয় পোষাক হতে পারে! আমার যতদুর মনে পড়ে, আমি স্কুলে থাকা অবস্থাতেই আমার লুণ্গি সম্পর্কে একটা নেতিবাচক ধারণা জন্মে গেছে। হতে পারে এটা আমার প্রথম লুণ্গি পরার স্ম্ব্রতির সাথে জড়িত।
হতে পারে পোযাক এবং সামাজিক মর্যাদাকে আমি গুলিয়ে ফেলেছি/লাম শ্রেণী বিভাজনের সাথে। স্কুলের বিভিন্ন অনুস্ঠানে অনেক সময় নতুন জামা পরে গিয়েছি কিন্তু লুণ্গি পরে যাবার কথা কখনও মাথায় আসেনি। প্রাইভেট ইউনিভার্সিটিতে পরার সময় দেখেছি আমার অনেক বন্ধু লুণ্গি বাধতে পারে না, পরতেও পারেনা! ছি: ছি: আপনারা জেনে গেলেন আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছি! কি করব বলেন? মাথার ব্রেন তত ভালনা, এইজন্য কোথও চান্স পাইনি। তাও কোনোরকমে পাস সার্টিফিকেট টা জুটেছে, এই অনেক।
তো যা বলছিলাম..... বর্ণবাদ মানে খালি কালো সাদা যুদ্ধ নয়।
আমরা "Versace", "Armani", "Dolce and Gabana" Clothing line পরে "Show Off" করার সুখস্বপ্ন দেখি, "আড়ং" এর পান্জাবী ছাড়া আমাদের চলেনা। ইদানিং "Artisti" আর "Yellow" Shirt পরে মাঝে মাঝে অফিসে যাই। খুব ভাল লাগে। আমার অফিসে আবার ড্রেস কোড খুব স্ট্রিক্ট। অফিসে লুণ্গি পরার কথা ভুলেই যান।
জিন্স পরলেও বসের কথা শুনতে হয়! চাকরির দাম লুণ্গি'র চেয়ে অনেক বেশী। আমার অফিসে আমার কোনো "মফিজ" গেষ্ট যদি কালকে লুণ্গি পরে হাজির হয়, তাহলে যদি লজ্জায় আমার মাথা কাটা যায়, আমার এই "লজ্জা" পাওয়াটা কি "আধুনিক বর্ণবাদ" হবেনা?
ফরহাদ মজহার আমার চেয়ে অনেক উন্নত মানুষ। ঊনি নিজের পোষাক বলেন আর ঐতিহ্যই বলেন, কোনোটাকেই ছোট করে দেখতে শিখেননি। ঊনি লুণ্গি পরে বিব্রত বোধ করেন না। আমার মত উনি লুণ্গি পরার মধ্যে মধ্যবিত্তের পরিচয় খুজে পাননা।
আমি লুণ্গি পরে ঢাকা ক্লাবে যাবনা, যেতে চাইওনা। কিন্তু কালকে যদি Myanmar/Somalia/India/Yemen/Indonesia/Malaysia/ Singapore এর কোনো অধিবাসী ঢাকা ক্লাবে লুণ্গি পরে ঢুকতে যায়, তখন কি ঢাকা ক্লাবের সাহস হবে তাদের বাধা দিতে? লুণ্গি তো এদেরও জাতীয় পোষাক! [http://en.wikipedia.org/wiki/Lungi]
আমরা অতিথি পরায়ন জাতি বলেই জানতাম, অতিথির অপমান করে যে প্রতিষ্ঠান, তার কি উচিত না প্রকাশ্যে তাদের বেয়াদবীর জন্য মাফ চাওয়া?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।