আমাদের কথা খুঁজে নিন

   

যে নয়ন জোড়া আজও অসহায়ত্বের প্রতীক (ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের প্রচ্ছদের সেই বালিকাটিকে খুঁজে পাওয়ার গল্প)

একটি নিষ্ক্রিয় ব্লগ

আপনি কি কখনো সেই দৃষ্টি দেখেছেন যে দৃষ্টিতে একই সাথে রয়েছে অসহায়ত্ব, ঘৃণা, দুঃখ, হতাশা, অভিমান, ক্ষুধার জ্বালা, ভয়? সেই দৃষ্টি দিয়েই ১২ বছরের এই আফগান পশতু বালিকাটি সারা পৃথিবীর মানুষের দিকে তাকিয়ে ছিল। এই দৃষ্টিকে উপেক্ষা করার সাহস কি কারো আছে? আমার নেই, হয়ত আরো অনেকেরই নেই। মেয়েটির নাম শরবত গুলা। সোভিয়েত-আফগান যুদ্ধ যার জীবনটা পাল্টে দিয়েছিল অন্য এক জীবনে। যুদ্ধে মারা গেলেন বাবা মা।

তারপর দাদী আর ভাইবোনদের সাথে সেও বাধ্য হল নিজের ঘর বাড়ি দেশ ত্যাগ করে পাকিস্তানের নাসিরবাগ শরনার্থী শিবিরে আশ্রয় নিতে। সেখানেই ১৯৮০ সালে আনুমানিক ৮-১০ বছর বয়সে তার বিয়ে হয় রহমত গুল এর সাথে। ১৯৮৪ সালের কোন এক দিন। সেই শরনার্থী শিবিরেরই মাদ্রাসার একজন সাধারন ছাত্রী ছিল শরবত। একদিন এক সাদা চামড়ার লোক এলেন শরনার্থী শিবিরে।

হাতে ঢাউস সাইজের একটা ক্যামেরা। সে সময় আফগান সাধারন মেয়েদের মুখাবয়ব দেখতে পাওয়া রীতিমত ভাগ্যের ব্যাপার। হঠাৎ স্টিভ ম্যাককারীর চোখ আটকে গেল মেয়েটির দিকে। ধুলোয় ধূসরিত চুল মুখ কিন্তু তার মাঝে অপার্থীব এক জোড়া চোখ। মাথায় লাল ওড়না দিয়ে ঘোমটা দেয়া।

জ্বলজ্বলে সবুজ চোখগুলো তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তিনি এই সুযোগ হারাননি। সাথে সাথেই ক্লিক করে উঠলো তার ক্যামেরা। ১৯৮৫ সালের জুন সংখ্যায় সেই মেয়েটি উঠে এল ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের প্রচ্ছদে। মেয়েটি যেন তার সমূদ্র-সবুজ চোখের দৃষ্টিতে সারা পৃথিবীর চুপ করে বসে থাকা মানুষকে ধিক্কার জানাচ্ছে।

অজানা মেয়েটির নাম জানার কোন উপায় ছিলনা তাই ম্যাগাজিনে প্রকাশিত ছবির নাম হয়ে গেল "আফগান গার্ল"। কিছুদিন ফটোগ্রাফি জগতে এই ছবি নিয়ে ভীষন তোলপাড় হল। তারপর সব নিশ্চুপ। খুঁজে পাওয়ার গল্প: শরবত গুলা, ১৭ বছর ধরে যে ছিল শুধুই একজন প্রচ্ছদ বালিকা যার নামটা পর্যন্ত স্টিভ ম্যাককারি জানতে পারেননি। যুদ্ধ শেষে তিনি কয়েকবার আফগানিস্তান গিয়েছেন মেয়েটিকে আরেকবার আবিষ্কার করার জন্য।

কিন্তু হতাশা নিয়ে ফিরে এসেছেন বারবার। ২০০২ সালের জানুয়ারী মাসে ন্যাশনাল গিওগ্রাফিক টিম একটা বিশেষ উদ্যোগ নিল। তাদের উদ্দেশ্য ছিল ম্যাগাজিনে প্রকাশিত বিখ্যাত ছবিগুলোর উৎস, স্থান ও পাত্র খুঁজে বের করা। সেটা ছিল অনেক কষ্টসাধ্য, ব্যায়বহুল এবং প্রচন্ড ধৈর্যের কাজ। সেই দলেই ছিলেন ম্যাককারি।

তারা গেলেন সেই নাসিরবাগ ক্যাম্পে। সেখানেই একজন লোক জানাল সে শরবত গুলার ভাইকে চিনে। ভাইয়ের সূত্র ধরেই তারা এক দুর্গম গ্রামে যায়। সেখানে শরবতকে সনাক্ত করাই ছিল সবচেয়ে কঠিনতম কাজ। ছবি দেখে অনেক মহিলা দাবী করল এটা তার ছবি।

অনেক পুরুষ দাবী করল এটি তাদের স্ত্রীর ছবি। সেই স্ত্রীদের চেহারার সাথে ছবির মেয়েটিকে মিলিয়ে টিমের লোকজন অনেক পরীক্ষা নীরিক্ষা করে শেষ পর্যন্ত শরবত গুলাকে চিহ্নিত করল। কিন্তু তবুও যেন সন্দেহ যেতে চায়না। বিশেষ টিম "বায়োমেট্রিক টেকনোলজি" ব্যাবহার করে ছবির মেয়েটির চোখের আইরিস প্যাটার্ন আর চিহ্নিত মহিলার চোখের আইরিস প্যাটার্ন মিলিয়ে তবেই নিশ্চিত হল এই মহিলাই সেই মেয়ে। বয়স ৩০ এর কাছাকাছি।

একাধিক সন্তানের মাতা। চোখের চাহনিতে সেই জ্বলজ্বলে ভাবটিও যেন কেমন মলিন হয়ে গেছে। দারিদ্রতা, অভাব দেখতে দেখতে যেন চোখও নিষ্প্রান হয়ে গেছে। মধ্যবয়সী শরবত গুলাকে আবার ফ্রেমবন্দী করলেন স্টিভ ম্যাককারি। শরবতগুলা কখনো জানতনা সে ছোটবেলায় দেখতে কেমন ছিল।

স্টিভ ম্যাককারির ক্যামেরায় তোলা ছবিটিই ছিল তার জীবনের প্রথম ও একমাত্র ছবি। তার হাতে যখন সেই ম্যাগাজিনটি ধরিয়ে দেয়া হল তখন সে একরাশ বিস্ময় নিয়ে তাকিয়ে ছিল। ছবির সেই শক্তিশালী চাহনির কোন অর্থই সে ধরতে পারলনা। যে ছবিটি আজও "Refugee Situation"এর প্রতীক সে ছবিটি যেন তার কাছে সেই মুহূর্তে কোন অর্থই বহন করেনা। ন্যাশনাল জিওগ্রাফিক টিম একটা চমৎকার অভিজ্ঞতা নিয়ে ফিরে এল।

আর স্টিভ ম্যাককারি তার ১৭ বছরের এক অজানা ভ্রমনের সুখ সমাপ্তি পেলেন। খুঁজে পাওয়া শরবত গুলা আবারো প্রচ্ছদে উঠে আসে ম্যাগাজিনের এপ্রিল ২০০২ সংখ্যায়। শরবত গুলাকে নিয়ে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল "সার্চ ফর দ্যা আফগান গার্ল" নামে একটি ডকুমেন্টারি তৈরি করে যা ২০০২ সালের মার্চ মাসে চ্যানেলে দেখানো হয়। ১৯৮৫ সালের নাম না জানা পশতু বালিকাটি। ১৯৮৫ সালের ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের জুন সংখ্যা।

একই ভঙ্গিমায় সেই শরবত গুলা আর এই শরবত গুলা। রেফারেন্স: Click This Link Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।