আমাদের কথা খুঁজে নিন

   

* ~ * মেহেদি নকশা * ~ *

ইতপউস .....
‘ভেবে ভেবে বলি’ আপুর Click This Link একটা লেখা দেখে আমারো ইচ্ছে হলো একটা আবজাব পোষ্ট লিখব। কিন্তু আমি এত সুন্দর করে ফানি কিছু লিখতেই পারিনা । তাও অনেক চিন্তা করে ঠিক করলাম যে এই হাবিজাবি (আবজাব) পোষ্টটা লিখব মেহেদি নকশা নিয়ে। যদিও হাবি জাবি বললাম, কিন্তু আমার খুব খুব ভাল লাগার মধ্যে একটা হলো এই মেহেদি দেওয়া! মনে পরে, পিচ্চি ছিলাম যখন, আম্মু আমার পিচ্চি পিচ্চি হাত ভরে বাটা মেহেদি দিয়ে দিত। আমি যদি সেই মেহেদি দেওয়া হাত নিয়ে ব্যাস্ত হয়ে যাই তা হলে তো রঙ হবেইনা আরো দেয়ালে , বিছানায় নকশা করে দেওয়ার সম্ভাবনা আছে! তাই আম্মু আমার হাত পলিথিন দিয়ে বেধে রাখত আম্মু আমাকে মেহেদি দিয়ে দিয়েছে আমার একদম বাবু বেলা থেকেই।

মানে যখন আমি ঠিক মতো বসতেও পারতাম না! গ্রামের বাড়ি থেকে আমার জন্য নিয়মিত মেহেদি পাতা আনা হতো । এখন সবাই মেহেদি বললেও, আমাদের এলাকায় সবাই মেহেদি কে মেন্দি বলে। আমিও বলতাম। এখনো বলি! আমার এই মেহেদি প্রীতি দেখে দাদা আমার জন্য মেহেদি গাছ লাগিয়ে ছিল। আমার হাত থেকে এক বারের মেহেদির রঙ না যেতেই আবার নতুন করে মেহেদি দিতাম।

.এখন আর মেহেদি দেওয়া হয়না তেমন। হঠাৎ হয়ত ইচ্ছে হলো বা কাছে মেহেদি দেখলাম তো দিই। আর আমি ভীষন আলসেও হয়ে গেছি। আমার নিজের লাগানো মেহেদি গাছ থাকার পরও হাতে মেহেদি লাগাইনা! মেহেদি দেওয়ার আরেকটা সমস্যা হলো মেহেদির নকশা আমি কিছুতেই আকতে পারিনা। দেখে দেখে দিতে পারি খুব ভাল।

যখন টিউব মেহেদি দেওয়া শিখলাম, নিজের হাতে আকি বুকি একে চেষ্টা করতাম। আমার বোনদের মেহেদি দিয়ে দিতাম। আমার পিচ্চি ভাইকেও। কিন্তু তখন ও খুব ছোট ছিল বলে সেই পলিথিন পদ্ধতিতে দেওয়া হতো! আর গ্রামে যে কয়েকবার ঈদ করেছি, আমার যত কাজিন পিচ্চিরা আছে সবাইকে দিয়ে দিতে হতো। আম্মু, চাচিদের, বোনদের সবাইকে মেহেদি দিয়ে দিতাম।

তার পরেই মনে হতো ঈদ। আর ছেলেদের জন্য ছিল একটু অন্য রকম নকশা। এই যেমন আমার পিচ্চি ভাইকে মেহেদি একে দিতে হয়, নকশাটা হয় স্পাইডার ম্যান এর জাল!!! তার মাঝে স্পাইডার ম্যান এর মুখ!! মেহেদি দিতে বসে নকশা খুজে পাইনা বলে . আমি নেট থেকে অনেক নকশা খুজে বের করেছি। তারই কিছু এখানে দিলাম। আমার কাছে অনেক ভাল লেগেছে।

সব গুলো দিতে পারিনি অনেক বেশি হয়ে যাবে। পরে আরেকবার দিব। ধুর আবজাব পোষ্ট দিতে গিয়ে কি দিচ্ছি!!! বক বক করেই যাচ্ছি! ওকে এখন সব বক বক শেষ করে, আপুরা আপনাদের জন্য আমার মেহেদির নকশা। হাতে একে আমাকে দেখাতে ভুলবেন না কিন্তু! আর ভাইয়ারা আপনারা ভাবি আর আপুদের জন্য নিতে পারেন। মেহেদি - ২ মেহেদি - ৩ মেহেদি - ৪ মেহেদি - ৭ মেহেদি - ৯ মেহেদি - ১০ মেহেদি - ১১ মেহেদি - ১২ মেহেদি - ১৩ মেহেদি - ১৪ মেহেদি - ১৬ মেহেদি - ১৭ মেহেদি - ১৮ মেহেদি - ১৯ মেহেদি - ২০ মেহেদি - ২১ মেহেদি - ২২ মেহেদি - ২৩ মেহেদি - ২৪ মেহেদি - ২৫ মেহেদি - ২৬ মেহেদি - ২৭ মেহেদি - ২৮ মেহেদি - ২৯ মেহেদি - ৩০ মেহেদি - ৩১ মেহেদি - ৩২ মেহেদি - ৩৩ মেহেদি - ৩৪ মেহেদি - ৩৫ মেহেদি - ৩৬ মেহেদি - ৩৭ মেহেদি - ৪০ মেহেদি - ৪১ মেহেদি - ৪২ মেহেদি - ৪৩ মেহেদি - ৪৪ মেহেদি - ৪৫ মেহেদি - ৪৬ মেহেদি - ৪৭ মেহেদি - ৪৯ মেহেদি - ৫০ মেহেদি - ৫১ মেহেদি - ৫৪ মেহেদি - ৫৫ মেহেদি - ৫৬ মেহেদি - ৫৭ মেহেদি - ৫৮ মেহেদি - ৫৯ মেহেদি - ৬০ মেহেদি - ৬২ মেহেদি - ৬৩ মেহেদি - ৬৩ মেহেদি - ৬৪ মেহেদি - ৬৫ মেহেদি - ৬৭ মেহেদি - ৬৮ মেহেদি - ৬৯ মেহেদি - ৭০ মেহেদি - ৭১ মেহেদি - ৭২ মেহেদি - ৭৩ মেহেদি - ৭৪ মেহেদি - ৭৫ মেহেদি - ৭৬ মেহেদি - ৭৭ মেহেদি - ৭৮ মেহেদি - ৭৯ মেহেদি - ৮০ মেহেদি - ৮১ মেহেদি - ৮২ মেহেদি - ৮৩ [আমি এই ছবি গুলো ফেইসবুক আর গুগুল থেকে নিয়েছি।

কারোই অনুমতি নিতে পারিনি। কেউ তার নকশার ছবি দিতে আপত্তি থাকলে বলবেন। আমি সেই ছবি মুছে দিব। *** Mehendi...By 'SHONKHO *** MEHEDI Ranga Haat ***Mehedi ***mehedi ***Putul n' Saika's Mehndi.... ***Mehedi Design ***Eid Special Mehedi Design
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।