আমাদের কথা খুঁজে নিন

   

যদি ভাবো মুখের ফুৎকারে নিভিয়ে দেবে বাতি



যদি ভাবো মুখের ফুৎকারে নিভিয়ে দেবে বাতি, হে অন্ধকারের প্রেতাত্মা, তবে তুমি ভুল ভেবেছো। যদি ভাবো শ্বাপদ হুংকারে থামিয়ে দেবে গতি, হে রক্তলোলুপ পিশাচ, তবে তুমি ভুল ভেবেছো। যদি ভাবো হেচকা টানে উপড়ে দেবে শিকড়, হে উন্মত্ত দানব, তবে তুমি ভুল ভেবেছো। জেনে রেখো আমাদের হাতের প্রদীপ জলসাঘরে নর্তকীর দেহ আলোকিত করার জন্য নয়, কিংবা নয় দেবতার পায়ে কোন পৌত্তলিকের অর্চনা। বরং জগৎসমূহের প্রতিপালক পাঠিয়েছেন এই নূর আর প্রতিশ্রুতি দিয়েছেন তাকে একদিন পূর্ণতা দিয়ে সারা পৃথিবীর অন্ধকার দূর করার। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।