আমাদের কথা খুঁজে নিন

   

বোন, তুমি আমাকে ক্ষমা করো (একটি খোলা চিঠি)

জাগো মানুষ আজ জাগো, ভেবনা তুমি বাঙালী কি বাংলাদেশী....কেটে যাবে রোদ ভাঙ্গবে আঁধার, আমি দেখব মাগো তোমার মুখের হাসি

আওয়ামীলিগের ক্যাডারদের দ্বারা পিরোজপুরের কলাপাড়ার নির্যাতিতা নাম না জানা সেই বোনকে বলছি, জানি না এখন তুমি কোথায়, কি অবস্থায় আছ। এই তথাকথিত সভ্য সমাজের ততোধিক সভ্য মুখোশ পড়া মানুষের ভীড় থেকে অভিমানে পরিবার-পরিজন নিয়ে যে অজানা, নিরুদ্দেশ ঠিকানায় পাড়ি জমিয়েছ, যান্ত্রিক সভ্যতার কেন্দ্রে বসে লেখা এই চিঠিটি সেখানে তোমার নিকট পৌছাবে কি না, তাও জানি না। বোন আমার, খুব জানতে ইচ্ছে করে, যদি কখনো এই লেখাটি দৈবাৎ তোমার হাতে পড়ে, তোমার প্রতিক্রিয়া কি হবে? তুমি এই ভাইয়ের লেখাটি ছুড়ে ফেলে দিবে কি? শুধাবে কি- ''কোথায় ছিল তোমাদের এই মর্মব্যথা, যখন মানুষ নামক হায়েনাগুলো আমার উপর ঝাপিয়ে পড়েছিল? কি হয়েছিল তোমাদের বিবেকের যখন আমার ইজ্জতহরণের দৃশ্য সিডিতে বাজারে ছেড়ে দেওয়া হয়েছিল, আর তোমাদেরই কোন ভাই-বেরাদাররা সেটাকে পুঁজি করে নিজেদের মনের কামনা-বাসনা পূরণ করেছে? কোথায় ছিল তোমাদের সেই মানবতাবোধ যা নিয়ে তোমরা গর্ব করো, যখন আমার সতিত্বের দাম হিসেবে হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল দশ হাজার টাকা?'' জানি, এসবের উত্তর আমার জানা নেই। যেমন জানা নেই, কিভাবে প্রকাশ করতে হয় সেই নরপশুদের প্রতি বুকে জমে থাকা প্রবল ঘৃণা। অন্ধ সভ্যতার কালো চশমা পড়ে থাকা ঘুণে ধরা এ সমাজেরই একজন হয়ে জানা নেই, কিভাবে প্রতিবাদ করতে হয় সেই মানুষ নামক কীটগুলোর তোমার প্রতি করা অন্যায়ের।

বোনগো, জানো?... মাঝে মাঝে মনে হয় ছুটে গিয়ে টুঁটি চেপে ধরি ঐ নরাধমগুলোর, গুড়িয়ে ফেলি রাষ্ট্রযন্ত্রের সেই ভিতগুলো যা রক্ষক হয়ে ভক্ষকদের পক্ষ নিতে ব্যবহৃত হয়। ভেঙ্গে-চুড়ে ছুড়ে ফেলে দিতে সাধ হয় সেই একচোখা সমাজব্যবস্থা, যেথায় দলিতেরর আহাজারি মানুষের দৈনন্দিন হাজারো কাজের ভিড়ে পদপৃষ্ঠ হয়ে হারিয়ে যায়। থুতু দিতে ইচ্ছে হয় সেই মনুষ্যত্বের, যা নির্যাতিতের কান্না শুনেও কেঁপে উঠে না, মগ্ন হয়ে ছুটতে থাকে সাফল্য বা ক্যারিয়ার নামক সোনার হরিণের পিছনে। কিন্‌তু......পারি না। অসহায় হয়ে তাকিয়ে থাকি নিজের অক্ষম হাত দু'টোর দিকে।

ছুরি দিয়ে ক্ষত-বিক্ষত করে দিতে ইচ্ছে হয় ওদু'টোকে। আয়নায় তাকিয়ে অনুভব করার চেষ্টা করি অসার, অকর্মণ্য ঐ ঠোঁট দুটোকে। সুঁচ দিয়ে সেলাই করে দিতে ইচ্ছে হয় ওগুলোর ব্যর্থতায়। যেখানে মজলুমের অসহায় আর্তনাদে আকাশ-বাতাস কেঁপে উঠছে....তখন কিছুই কি করার নেই ওগুলো দিয়ে? শুধুই কি নিজের আঁখের গোছানোর জন্য ওগুলো? তবে, কি লাভ ওসব অক্ষত রেখে? বোন, আমায় ক্ষমা করো। পারিনি তোমার পাশে দাঁড়াতে।

পারবো না তোমার হারানো সম্পদ ফিরিয়ে দিতে। আমি যে বড় দূর্বল,অসহায়! তবে, জেনে রেখো, নিশ্চয়, এ জগতের মালিক, সর্বশক্তিমান আল্লাহতায়ালা সবকিছু দেখছেন। আর কেউ না পারুক, জালিমের জন্য তিনি একাই যথেষ্ট। তোমার প্রতি এ জুলুমের বদলা নেওয়ার আশায় মজলুমের শেষ সম্বল, সেই সর্বশক্তিমানের দিকেই যে তাকিয়ে আছে তোমার এই ভাইটি! যেখানেই থেকো, ভাল থেকো। ইতি, তোমারই এক অচেনা ভাই


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।