আমাদের কথা খুঁজে নিন

   

নমঃ নমঃ দাদা

হাল িহসাব

হাসির দেশে হাসতে মানা পাঠশালাতে ছাগল ছানা চশমা চোখে শেয়াল গরুগুলো ভার্সিটিতে ঝাল-মুড়ি খাই পাঁচ শিকিতে খ্যাক-শেয়াল গায় খেয়াল। রাজার আদেশ হাসতে মানা নেইতো কারণ তারও জানা ক্যামনে হাসি থামাই হাসির দেশের হায়না আলী নেইতো কোথাও কর্ম খালি তাইতো সে ঘর জামাই। হাসি তো ভাই আমার মাসি তার বাড়িতে তিনটি খাসি বিদ্যেতে সব মেড়া না হাসারই হাসির দেশে ধান খেয়ে যায় বাঘে এসে শিকার খোঁজে ভেড়া। হাসি নাকি সর্বনাশী ডাকতে হুনুর হাতে বাঁশি মস্ত কাজের কাজী কুকুরগুলোর পকেট লুটে নাড়ী-ভূড়ি কেটে-কুটে জুড়ে দিতেও রাজী। হাসিই যদি হাসার কারণ কান্নাতে ক্যান নেইকো বারণ জ্যামে ঘোড়া-গাধা ফাইলগুলো মাইল মেপে বিলাই-বানর আছে েেপ নমঃ নমঃ দাদা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।