একদা যে ছিল প্রেমে আলুথালু সে এখন ডলারের মোহে মুখ ঢাকে
পার্থিব সুখের খোঁজে শ্রমক্লান্ত সে এখন ঋজু।
প্রেম যেন কানাকড়ি হারিয়ে গিয়েছে কোন ফাঁকে
কাঁচ নয় তবু কাঁচঘেরা অবয়ব তার-আমাদের নিঝু।
ম্যাপলের পাতা ঝরে
সৈকতের বালি এসে ছুঁয়ে যায় লাবণ্যের ধার
হিসেবি হৃদয় ভরে
প্রাচুর্য-সম্পদ খেলে।প্রেম যেন অথই আঁধার।
ডলার আরাধ্য শুধু।হারিয়ে গিয়েছে ভালোবাসা, বোধ।
বাসি বকুলের মতো ছুঁড়ে ফেলে প্রেম
নিয়ত খুঁজছে সে আরাধ্য তার,ডলার-হেরেম।
কী খোঁজে মায়াবী চোখে-প্রাচুর্য-সম্পদ!অযুত,অর্বুদ?
সম্পদ-প্রাচুর্য মোহে ছুটে যাচ্ছে ছুটে যাচ্ছে শুধু
হারিয়ে গিয়েছে ভালোবাসা প্রেম
এসব যাতনা কেন?জৈবনিক জ্যাম!
প্রাচুর্য জীবন নয়।জীবনের অন্য মানে আছে।
কেন তবে বালি!কেন তবে ধূধূ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।