আমাদের কথা খুঁজে নিন

   

হাহাপগে আদোনা - ২

আবজাব বিষয়বস্তুর ব্লগ এটি। ভালো কিছু খুঁজে সময় নষ্ট করবেন না।

তোতলা এক তোতলা লোক পাখীর দোকানে গিয়ে বলছেন, ভা-ভা-ই, এ-এ-টা কী পা-পা-খী? দোকানী বলল, তোতা পাখী। তোতলা লোকটি বলল, পা-পা-খী-টা-র দা-দা-ম ক-ক-ত? - আপনি নিলে এক দাম এক হাজার টাকা? - এ-এ-ত টা-টা-কা দা-ম। ক-ক-ম হ-বে না? - না কম হবে না।

- আ-চ্ছা ভা-ভা-ই, এ-ক হা-হা-জা-র টা-কা-য় দি-ব, কি-ন্তু পা-পা-খী-টা ক-ক-থা ব-ল-বে তো? - আপনার চাইতে ভাল কথা বলবে, নিয়ে যান। কানেও শোনে না বাবা-মাকে না জানিয়ে ছেলে বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফিরেছে। বউ দেখেই বাবার চক্ষু চড়কগাছ। মেয়ে দেখতে মোটেই সুন্দরী নয়। বাবা ছেলেকে পাশের ঘরে ডেকে ফিসফিস করে বলছেন, তুই এটা কী করলি, রাস্তা থেকে একটা মেয়ে ধরে এনে বিয়ে করলি? এ মেয়ের না আছে রূপ, না আছে সৌন্দর্য! একটা ভালো দেখে মেয়ে বিয়ে করতি আমার আফসোস থাকত না।

ছেলে বলল, এত আস্তে বলার কোন দরকার নেই বাবা, জোরে বল। এই মেয়ে কানেও শোনে না। পাইপ বাঁকানো এক ছেলে একটা কুকুরের লেজ ধরে পাইপে ঢুকনোর চেষ্টা করছে। অনেকণ ধরে ব্যাপারটা লক্ষ্য করছিলেন পাশে দাঁড়ানো এক ভদ্রলোক। এক পর্যায়ে তিনি এগিয়ে এসে বললেন, এই যে ছেলে, তুমি যতই চেষ্টা করো না কেন, কুকুরের লেজ কখনো সোজা করতে পারবে না।

ছেলেটির জবাব, না আঙ্কেল আমি তো কুকুরের লেজ সোজা করছি না। এই পাইপটা বাঁকানোর চেষ্টা করছি। হাহাপগে আদোনা - ১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।