আমাদের কথা খুঁজে নিন

   

@ আড্ডার আয়োজক মনসুর, ক্যামেরাম্যান, রাতমজুর আমার টাকা ফরতে দেন



আমার টাকাডা ফেরত দেন ভাই আমি গরিপ মানুষ। আমি আড্ডায় আমু কইরা ১০০ টাকা চাদা রাখছিলাম পকেটে। এখন দেখি নাই, পকেটে খুইজা পাইতাছিনা। শুনলাম ৭৫০টাকা নাকি বাইচা গেছে আমার মনে হয় আমার টাকাডা ঐখানে আছে । টাকাডা ফেরত দেন ভাই।

দয়া কইরা ফেরত দেন। আমি আইতে পারি নাই। আইতে চাইছিলাম ও কয় যাবি তো তোরে খাইচি। সারা সপ্তাহ অফিস অফিস আর আইজ আড্ডা? আমি ভাই ভয়ে আই নাই। সবার সমানে মাইর খাইতে চাই নাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।