আমাদের কথা খুঁজে নিন

   

আহা! সেন্টমার্টিন: সেইসব দিনগুলো...


কয়েক বছর আগে বন্ধুদের সাথে সেন্টমার্টিন গিয়েছিলাম। সবার হাতে হাতে ক্যামেরা, ফটোও তুলেছিলাম অনেক। এতোদিন পর সেইসব ছবিগুলো দেখে মনের অজান্তেই মুখটা সেই ফটোগুলোর মত হাসি হাসি হয়ে উঠছে। সব ছবিতেই আমার আর বন্ধুদের মুখ। মুখগুলো কেটেছেঁটে দেখছি, ছবিতে প্রকৃতিও একেবারে খারাপ আসেনি। সেতু পেরোলেই সেন্টমার্টিন... আমাদের হোটেলের বারান্দা থেকেই সাগর দেখা যায়... সেই প্রবাল ভরা বীচ... আরেক দিকে ধূ ধূ বালি... দূরের জাহাজটা কি দেশী না বিদেশী?... ছেড়াঁ দ্বীপ: নীল-সবুজের মিলনমেলা... ছেড়াঁ দ্বীপ...ঐ বুঝি মায়ানমারের পাহাড়... শেষ বিকালে ঐ যে আমরা... ছবিগুলো আমার নির্মম কাটাছেড়াঁর শিকার। ...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।