আমাদের কথা খুঁজে নিন

   

এখন দেখি তাদের নিজেদের মধ্যেই কন্ডগল লাগে। এটার কারন কি ?

আমি কিছুই লিখব না।

রংপুরের কাউনিয়া উপজেলা সদরে বাসস্ট্যান্ডের কর্তৃত্ব এবং চাঁদাবাজি নিয়ে শুক্রবার সকালে আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফিউল আলম একটি বার্তা সংস্থাকে জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা হজরত আলী এবং যুবলীগের উপজেলা আহ্বায়ক হাবিবুর রহমানের মধ্যে বাসস্ট্যান্ডের কর্তৃত্ব নিয়ে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে । শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে চাঁদাবাজি নিয়ে আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয় । পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি। এইডা কি দলের হাই কমান্ডের অর্ডারে হইছে, নাকি অন্যকিছু?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।