আমাদের কথা খুঁজে নিন

   

তার ছাড়াই চার্জ করা যাবে ল্যাপটপ

আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মাদ(সঃ) আল্লাহর রসুল। মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সব কিছু করতে পারেন মাখলুক ছাড়া। এই পৃথিবীতে যত নিয়ম বা তরিকা আছে, তার মদ্ধে একমাত্র হুজুর (সঃ) এর তরিকায় শান্তি ও সফলতা।

কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেল নতুন ধরনের একটি ল্যাপটপ কম্পিউটার তৈরি করেছে, যার ব্যাটারি কোনো তার ছাড়াই চার্জ করা যায়। ল্যাটিচিউড জেড নামে ডেল তার নতুন ল্যাপটপে এমন একটি ব্যাটারি লাগিয়েছে, যা চার্জ করতে কোনো তারের প্রয়োজন হয় না।

ডেল জানায়, তাদের তৈরি অন্য ল্যাপটপগুলোয়ও ধীরে ধীরে এই ব্যাটারি সংযোজন করার পরিকল্পনা রয়েছে। ডেলের বাণিজ্য বিভাগের ভাইস প্রেসিডেন্ট স্টিভ বেল্ট বলেন, এই ল্যাপটপের ব্যাটারি চার্জ করার জন্য ল্যাটপটিকে একটি বিশেষ স্ট্যান্ডের ওপর দাঁড় করানো হয়। ওই বিশেষ স্ট্যান্ডের তড়িত্ চৌম্বকীয় ক্ষেত্র ল্যাপটপের ব্যাটারিতে চার্জ দেবে। তারের সাহায্যে চার্জ দিতে যে সময় লাগে এই পদ্ধতিতে চার্জ দিতে একই সময় লাগে। চার্জ দেওয়ার সুবিধার জন্য এই ল্যাপটপের নিচে স্থাপন করা হয়েছে একটি কয়েল।

একই ধরনের কয়েল ওই বিশেষ স্ট্যান্ডে স্থাপন করা হয়েছে। ওই বিশেষ স্ট্যান্ডটি অবশ্যই আলাদাভাবে কিনতে হবে। ডেল এই প্রথমবারের মতো এমন ল্যাপটপ তৈরি করল, যার ব্যাটারি তারের সাহায্য ছাড়াই চার্জ করা যায়। পাওয়ার অ্যাডপ্টারের ওপর নির্ভরশীলতা কমানোর উদ্দেশ্যে ডেল এ রকম ল্যাপটপ তৈরি করেছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।