আমাদের কথা খুঁজে নিন

   

আর যেহেতু ....আর্টিষ্টিক ছবি তুলন হয়না..পোষ্টটি সরাইলাম, এখন আশাকরি লুকজন বড় হবে

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

শিরোনামেই খেদ স্পষ্ট। ব্লগ জীবনে প্রথমবার নিজ উদ্যোগে নিজ পোষ্ট সরানীর কান্ডটি ঘটাইলাম। ঐতিহাসিক নিদর্শন হিসেবে এর কোন গুরুত্ব নাই।

কিন্তু ব্যক্তিগতভাবে আমার সতর্ক নির্বিকার থাকার চর্চায় একটা ব্যতিক্রম হল। খেদ বা বিরক্তি দুটাই নিজের উপর, কারণ আর কিছু না হয়ত অসতর্ক? (আমার তরফে এখনো নিশ্চিত ঠিক না) শিরোনাম-জনিত ও তৎপরবর্তী শিশু কোস্তাকুস্তি পর্বের সূচনা ঘটানির। কাহারো মইধ্যে কোস্তাকুস্তি ঘটানিতে আপত্তি আছে , সরাসরি ইন্ডিভিজুয়াল কোস্তাকুস্তিতে জড়ানীতে নাই। নাই দল বাইন্ধ্যা কোস্তাকুস্তিরও। মাগার আমরা সাবজেক্টিভ, বহুদিন পর আমার সাব্জেক্টেভিটির স্বাদ নিলাম আর কি।

অবশ্য ষড়যন্ত্র তত্ত্ববিদরা হিটজনিত উচ্চাভীলাসের গোপন অভিলিপ্নার স্বাদ পাইতে পারেন বা অন্য কিছুর। ব্লগের সাবজেক্টিভিটি ব্লগারকুলের সীমানা (টেম্পারমেন্ট অর্থে) এক অর্থে প্রকাশ করেই। ফলে তুই ক্যান গালি দিলি, আমি ক্যান গালি খাইলাম, অভিমত কি এই জাতীয় তর্ককে এন্টারটেইন করতে চাই না। উপরের অংশ খেদ বিষয়ক প্রকাশ ও অবস্থানের। এবার ২য় অংশে ঢুকি, এইটা কৃতজ্ঞতা প্রকাশের।

যারা যত্ন কইরা কমেন্ট দিছেন তাগো. মানে মুক্তি মণ্ডল সৌম্য নাঈম বৃত্তবন্দী কখনো মেঘ, কখনো বৃষ্টি শাওন সবাক একরামুল হক শামীম পারভেজ রবিন ফিউশন ফাইভ যীশূ বড় বিলাই কালপুরুষ নুশেরা কৌশিক অচেনা বাঙালী মদন অতন্দ্র তওসিফ শাওন৩৫০৪ সবাইরে অনেক ধন্যবাদ। জবাবদিহিতার অংশটুকু আপনাগো লাইগাই, মানে আবারো আমার সাবজেক্টিভিটির প্রকাশ। নিশ্চিত থাকতে পারেন আরো অনেক ক্লাসিক ছবি আসতাসে। আসতেই হইবো। শুধু একটা কথা, আবেগী জোশীলা পোস্ট লিখতে কিন্তু অনেক ভালো লাগতাসে।

আই হায় আই হায় তাই ডড়াইতেও শুরু করছি। এখন বুঝলাম জোশীলা পোষ্ট কেন এত মার্কেট পায়, একটা বোবা অন্ধ মাখামাখা জিনিস নিরিহ পাঠক এমনিতেই পছন্দ করে। ধইন্যাপাতা জনগণ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।