এই পৃথীবি আর ভাল লাগেনা চল আমরা চাঁদের দেশে চলে যাই
ভাল আছ সুখে আছ
এই জেনে ভালো লাগে খুব।
দোঃআ করি সুখি হও
পৃথীবীর সব ছাইতে সুখি মানুসের একজন হও।
তোমার সুখের প্রতিক্ষায় অধির আগহে
আকাশের প্রানে চেয়ে আছি আমি চোখ মেলে
আমার কথা জানতে চাইচ।
শিকড় ছাড়া কি গাছ বাচে
তেমনি তুমি ছাড়া কেমনি বাচি আমি।
আমি প্রাণবিহিন একমানুষ আজ
চলচি তো চলচি কোন কারন ছাড়া।
আজ আমি নিসংগ এক মানুষ
ঠিকযেনঐ দুর আকাষের চাঁদের মতন।
চাঁদ নিয়ে কত কাব্য কবিতা লিখি
বাবিনা তার কষ্ঠের কথা একটি বারের তরে ও।
চাঁদ উপর থেকে সব কিছু দেখে
আমি একটি বারও দেখতে পাইনা
চাদের চাইতে অভগিনি মানুষ
আজ আমি
এম ডি ইয়াছিন মিয়া
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।