একদিন-প্রতিদিন
অধ্যাপক মুজিবুর রহমান বিদেশে ডিগ্রি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেলেও তিনি দেশে ছাড়েননি। বলতেন, দেশের বিপদে চলে গেলে সে দেশ আর নিজের থাকে না। গণহত্যার প্রতিবাদে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের নাম পরিবর্তন করে দেবদাস রাখেন। বিশ্ববিদ্যালয় কর্তপক্ষকে তা জানিয়ে দিলে পাকিস্তানি বর্বর সেনাবাহিনী জেনে যায় এবং তাকে উঠিয়ে নিয়ে নির্মম নির্যাতন চালায়।
স্বাধীনতার পর তিনি চাকরিতে যোগদান করতে গেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবর্তিত নামে তাকে যোগদান করতে বাধা দেয়। প্রতিবাদ জানিয়ে অধ্যাপক চাকরি থেকে উস্তফা দেন। একত্তরের সময় থেকে কর্তপক্ষ তা কার্যকর করে। আত্মমগ্ন, অভিমানী চিরকুমার এই অধ্যাপককে নিয়ে মফিদুল হক নির্মাণ করেছেন প্রামাণ্যচিত্র 'কান পেতে র্ই'।
আগামী কাল শুক্রবার সকাল ১১টায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে প্রামাণ্যচিত্রটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
আপনারা আমন্ত্রিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।