আমাদের কথা খুঁজে নিন

   

সিলেট লন্ডন ভাইরাসে আক্রান্ত



সারাদেশের মানুষ যখন সোয়াইন ফ্লু ভাইরাসে আতংকিত , উৎকন্ঠিত তখন সিলেট শহর লন্ডন ভাইরাসে আক্রান্ত । বর্তমান Tier 4 student Visa সার্ভিস চালু হওয়ায় সিলেট সহ কমবেশি দেশব্যাপী এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে । Tier 4 নিয়মে student visa সহজতর হওয়ায় ছাত্র -অছাত্র সমাজ , এমনকি অবিভাবক মহল হুমড়ি খেয়ে পড়ছে । হাটে- ঘাটে , শিক্ষাপ্রতিষ্টান , বাসা-বাড়ি , পরামর্শদাতা প্রতিস্টান সহ সিলেটের সর্বত্র এখন একই আলোচনা কিভাবে লন্ডন পাড়ি দেয়া যায় । এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা , বুদ্বি পরামর্শ ,পক্ষ-বিপক্ষ নানা মত ।

সব মিলিয়ে লন্ডন এখন সিলেটের টক অফ দ্যা টাউন । লন্ডন ভাইরাসে কেউ লাভবান হচ্ছে আবার কেউ ক্ষতিগ্রস্ত হওয়ারও খবর শোনা যাচ্ছে । সিলেটের পরামর্শ দাতা প্রতিষ্টান , ফটোকপির দোকান , ফটোষ্টুডিও , পাসপোর্ট অফিসে এখন যেন দম ফালানোর ফুসরত নেই ভাবসাব দেখে মনে হচ্ছে যেন অন্য এক ঈদের বাজার , দালালদের তৎপরতা তো রয়েছেই । আর বিভিন্ন সুবিধাবাদী লোকদের প্ররোচনায় , অভিভাবক , ছাত্র সমাজ সবই জায়গা-জমি বিক্রি, FDR ভাঙ্গানোতে ও পিছিয়ে নেই ,ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারাই । এই ভাইরাস আরও প্রকট আকার ধারন করছে প্ররোচিত হয়ে নন সিলেটি ছাত্ররাও দলে দলে এখন ২য় লন্ডন সিলেট আসছে , তাদে বিশ্বাস ২য় লন্ডন পাড়ি দিলেই একটা না একটা ব্যবস্থা হবে ।

সাবধান ফাদে পা দিবেন না । গজিয়ে উঠা পরামর্শদাতা প্রতিষ্টান গুলো Sponsor-র নামে ছাত্র প্রতি হাতিয়ে নিচ্ছে লক্ষ্য লক্ষ্য টাকা । তাই ভেবে চিন্তে সিদান্ত নিন । তা নাহলে ২য় লন্ডনেই সর্বস্হ খোয়াবেন । লন্ডন যান আর যেখানে যান সঠিক পরিকল্পনা নিন , আর সেটা যেন অবশ্যই আপনার জীবনের জন্য ইতবাচক হয় ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.