আমাদের কথা খুঁজে নিন

   

কবি মঞ্জু রহমান লেবু'র কবিতা

_________________সেলাই গাছের কারখানা _______________________________________

মঞ্জু রহমান লেবু, প্রচলিত ধারায় বললে তিনি নব্বই দশকের কবি। যদিও তিনি দশক বিভাজন বিরোধী। তাঁর জবানি 'কবিদের কি দশক বিভাজনে ফেলা যুক্তিক...!, কবি তো ফেরারি সময়ের ভেতর হেঁটে যাবেন আগামীর পথে'। হ্যাঁ কবিই তো সময়ের পথ ধরে হাঁটবেন, পথ থেকে তুলে নিবেন স্মৃতি-স্বপ্ন-কথা; নিজের ভেতর থেকে তোলে আনবেন আনকোরা শব্দ। নিজ জীবনকথা গেয়ে যাবেন হরহামেশা; যাকে আমরা বলবো কবিতা।

তাঁর কবিতার প্রধান উপজীব্য নিসর্গ, স্মৃতিকথা, সময়প্রেম, নারীপ্রেম... পাওয়া না-পাওয়ার দ্বন্দ্বে নিজেকে সেচে-ছেনে দেখার নিরন্তর চেষ্টা। প্রকাশের আড়ালে থেকে গেছেন এখনও... দুই দশকের বেশি সময় ধরে কাব্য সাধনায় ব্রত এই কবি নীরবে লিখে যাচ্ছেন কবিতা, গল্প, গদ্য, স্মৃতিকথা। কিন্তু তাঁর কোনো কর্মকে কখনো মলাটবন্দি করার প্রয়োজনবোধ মনে করেনি, দীর্ঘদিন ধরে লন্ডন প্রবাসী এই কবির প্রথম কাব্যগ্রন্থটি প্রকাশিত জুলাই ২০০৯। _____________________________________________ বৃষ্টি ও গুহাচিত্র : মঞ্জু রহমান লেবু প্রথম প্রকাশ : জুলাই ২০০৯ প্রচ্ছদচিত্র : মার্ক শাগাল স্বত্ব : লেখক প্র কা শ ক শঙ্খ, সুরমাঘর ১৪০/এ, প্রমুক্ত একতা, দক্ষিণ বাগবাড়ি সিলেট। মূল্য : ৫০ টাকা বৃষ্টি ও গুহাচিত্র থেকে ৫টি কবিতা ।

তীর : স্বপ্নের ব্যাখা আঙুর বাগানের মেয়ে আমার ইচ্ছের তীব্র তীর ধরে ফেলেছ তুমি তাই শূন্য রয়েছি একা...। একবার শূন্যতার দিকে তাকাও বৃষ্টির মতো ঝরে পড়ছে কাচ বসন্তদিনে উড়ছে তুলোমেঘ তবু খাঁ খাঁ করছে বিরানভূমি... তীর আমার কাছে স্বপ্নের আখ্যান তীরবিহীন রয়েছি শব হয়ে, তীর ফেরত চাইছি আমার ইচ্ছের তীব্র তীর ধরে ফেলেছ তুমি তাই শূন্য রয়েছি একা বাগানবাড়ি নাতাশা, তোমার বাগানবাড়িতে শিলাঝড় ঘন কুয়াশা, হালকা রোদ তবু বাঁকা হাওয়া উড়ছে দেখো নীল ঘুড়ি শুধু সুতো ছুঁয়ো না, দীর্ঘ হয়ে যাবে একপায়ে দাঁড়িয়ে আছে একাসিয়া, ভীষণ একা মৌসুমি পাখির কলতান চূর্ণ করে দিচ্ছে তাদের নীরবতা আনমনে হেঁটে যাচ্ছে অনেক বানর, সরিসৃপ বড় অসহায় দেখো দেখো ঝরনার ধারে আড্ডার সেই বেঞ্চিখানা তোমার স্পর্শে মুখরিত হয়ে ওঠে না আর বাগানবাড়ির জনপদ কেবল মুখ থুবড়ে পড়ে আছে মৌসুমি পাখি, একাসিয়া গাছ প্রত্নবিষয়ক প্রত্ন তুমি গোপনে গুটিয়ে আছ না দেখা গুহায়; খুঁজে তো পাইনি তোমায়। বেঁচে-থাকা যে-অর্থে সত্য, তাতে তোমাকে ছুঁয়ে যে হয়, সেই অর্থে এই পথ চলা-- তাও ক্রমাগত ব্যর্থ হয় ভিন্নভাবে যাত্রা অব্যাহত রাখি সে পথেও স্বপ্ন ডালা মেলে পুনরায় যাতে স্বপ্নের গল্পই নির্মাণ হতে থাকে। লক্ষ্য গোপন ধনের মতো লুকিয়ে রেখেছি তোমাকে, তবুও কীভাবে বাঁধন খুলে আমাকে শূন্য করে উড়ে গেলে দূরে তোমাকে সরল ভেবেছি, অথচ কীভাবে লক্ষ্য হতে ছিটকে ফেলে গেলে... বসন্ত আমার সমস্ত আকাশ আজ তারকায় ভরে গেছে জ্যোৎস্নার বন্যা বইছে পৃথিবীময়। আলো পুষ্পরাগে দেখতে পাচ্ছি তোমার মুখ, ঈষৎ বাঁকানো গ্রীবা... মুঠো খুলে ছড়িয়েছ বৃষ্টি, প্রখর খরায় মাংসগন্ধের কাছে এসে মদিরার মতো সব বেদনা ভুলে গেছি; তোমার উদার আহবানে দেখো কী উৎফুল্লে প্রজাপতি উড়ছে তোমার চারদিকে... সবিনয়ে জেগে আছে ফুল, পাখি, পাইন গাছ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।