একট হাসি, অলস দুপুর, এক ফোঁটায় জলের পুকুর।
পরীক্ষার মাঝে প্রতিবারই কোন না কোন তাল উঠে আমার- এবার যেমন ফ্রেন্ডস এর উঠেছিলো। বসে বসে সারাদিন পড়া বাদ দিয়ে ফ্রেন্ডস দেখতাম। শারিকা আমাকে পড়াতো এই বলে যে একটা চ্যাপ্টার শেষ করলে একটা এপিসোড দেখতে দেবে । আর ফ্রেন্ডস দেখতে না দিলে - পড়াশোনায় হরতাল ।
ব্যাক টু ব্যাক সিজন নাইন পর্যন্ত দেখার পরে সেদিন ১০ নম্বরটা হাতে নিয়ে বসে ছিলাম। মুনিয়া দেখে আসকাইলো, কি ব্যাপার?
আমি কইলাম - সিজন ফিনালে, এর পরে আমার ফ্রেন্ডস দেখা শেষ হয়ে যাবে । আমি কি নিয়ে থাকবো ?
আমার বাংলা পাঁচের মত মুখ দেখে কি মনে হলো তার খোদাই মালুম, কিন্তু যে ডায়লগ দিলো তাতে আমি পুরাই -- দোস্ত, এই পরীক্ষার পরে আমাদেরও ফাইনাল সিজন শুরু হবে।
মনে আছে, প্রথম টার্ম শেষ করার পরে হারুমামা ধরে একদিন জিজ্ঞেস করেছিলেন, কি রে কয়টা টার্ম বাকি?
আমি গাল ফুলায় জবাব দিসিলাম, ভালো কথা জিজ্ঞেস করতে পারেন না ? নয়টা বাকি বলতে ভালো লাগে নাকি ? মনে হয় কত্ত গুলা বাকি। জিজ্ঞেস করেন কয়টা শেষ?
মামা হেসে জিজ্ঞেস করলেন, কয়টা শেষ? আর আমি খুব ভাব নিয়ে জবাব দিসিলাম একটা ।
বছর তিনেক পরে সেই হারুমামার সাথে দেখা হতেই মামার প্রশ্ন, কি রে কয়টা শেষ??
আমি এবার চোখ (যতটা সম্ভাব ) ছলছল করে বললাম, মামা এমন কথা কেন জিজ্ঞেস করেন যেটা মন খারাপ করায় দেয় । সাতটা শেষ বললে তো মনে হয় বুড়া হয়া গেসি , বলেন কয়টা বাকি?
মামা হেসে বললেন, তোরে নিয়ে তো মহা সমস্যা, যা জিজ্ঞেস করি তাতেই মন খারাপ করিস ।
আসলেও তাই। গত ১৭ই মার্চ, ২০০৪ এ যে জার্নি শুরু করেছিলাম আগামী ১০ই অক্টোবর, ২০০৯ এ তার শেষ অধ্যায়ের শুরু। ফাইনাল ইয়ার, ফাইনাল টার্ম- লেভেল ৫ টার্ম ২ ।
আর ক'মাস পরেই পলাশীতে আমাদের সূর্য ডুবে যাবে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।