আমাদের কথা খুঁজে নিন

   

এই বৃষ্টি ভেজা রাতে ( লিংকন/ আর্টসেল)

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটেনা রাত কেন আলো দেয়না পাখি কেন গান গায়না তারা কেন পথ দেখায়না তুমি কেন কাছে আসো না। সমুদ্রের ঝরো হাওয়া বলে তারা তোমাকে চায়.....তারা তোমাকে চায় পাখির মৃদু কন্ঠে বলে তারা তোমাকে চায়.....তারা তোমাকে চায় এই শরতেরই সন্ধ্যায় তুমি নেই বলে সময় আমার কাটেনা কাশফুল কেন ফোটেনা ছুঁয়ে ছুঁয়ে যায়না মেঘের ভেলায় ভাসেনা ভেসে তুমি কেন আসোনা। ঝরে যাওয়া সব অশ্রু বলে তারা তোমাকে চায়.....তারা তোমাকে চায় হৃদয়ে যত অনুভূতি আছে তারা তোমাকে চায়.....তারা তোমাকে চায় এই বসন্তেরই সন্ধ্যায় তুমি নেই বলে সময় আমার কাটেনা ফুলগুলি কেন হাসেনা হৃদয় দোলা দেয়না আবেশেতে জড়ায়না।। ডাউনলোড

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।