আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রী!!এইসব চাটুকারদের হতে সাবধান!!

FB -- nahid.djmc@gmail.com

বিয়াপক আনন্দ পাইলাম অননেক দিন পরে । রিক্রিয়েশন এর এই মাধ্যম যদি আগে জানতাম !!!!!!!!!!!!!!!!!!!!!! খুব আপসুস । দল-বল নির্বিশেষে সবাই আসেন । আমি হাসতে হাসতে পৈড়া যাইতাছি । আফনেরাও বঞ্চিত হইয়েন না ।

দুইডা ব্যাপারে নিচ্চয়তা দিতে পারি। নম্বর ১. বিয়াপক হাসি আইবো শিউর । নম্বর ২. "হারামজাদা বা এই জাতীয় একটা গাইল আপনি না চাইলেও আপনার মুখে আইবোই । আইবোই । গ্যারান্টেড।

আহেন আহেন। পৈড়াই দেহেন। । চামচামি কারে কয়। Click This Link Click This Link Click This Link মন্তব্য কর্তে ভুইলেন না বাই ও ভোইনেরা।

বিঃদ্রঃ (এইডা একটা বিয়াপক ইন্টারটেইনিং মাইনাস কামিং পুস্ট) (এখানে আমার একটা কথা বলার আছে। আমি এই লেখাগুলো এ জন্যই আপনাদের পড়তে বলছি তার কারন কাউকে হেয় করা নয়। ব্লগ সমাজে সব মতাদর্শের মানুষ ই আসেন। আর আমি ব্যক্তিগতভাবে সব মতাদর্শকেই শ্রদ্ধা করি। আমার এই লেখাটি দেয়ার কারন, আপনাদের এটা বোঝানো যে, অন্ধত্ব কোন পর্যায়ে থাকে একজন মানুষের।

আর তা থাকাটা কতটা যুক্তিসংগত। অবশ্যই এই সরকারের বিফলতা যেমন আছে সফলতাও তেমন আছে। কিন্তু অন্ধের মত এই ব্যক্তির মত কথা বলা কি ঠিক? চরম আওয়ামী মতাদর্শীদেরও এভাবে কথা বলা ঠিক না। শুধু আওয়ামী না, সবার ক্ষেত্রেই বলছি। এত দলের ক্ষতি ছাড়া লাভ নেই বিন্দু মাত্র।

এই সব চাটুকারদের জন্যই একটি আদর্শবাদী দল পতনের মুখোমুখি দাড়াঁয়। আসুন এদরকে "না" বলি। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।