আমাদের কথা খুঁজে নিন

   

পথে পথে স্পীড ব্রেকার

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

সচেতন চালকদের দেশে স্পীড ব্রেকারের প্রয়োজন পড়ে না। হাইওয়ে রোডের পাশে যদি প্রাইমারী স্কুল অথবা হাসপাতাল থাকলে স্পীড ব্রেকার দেয়া যেতে পারে। তাই বলে যত্রতত্র স্পীড ব্রেকার কতখানি যুক্তি সঙ্গত। আলোচনা করা যেতে পারে। আর্ন্জাতিক মানের হাইওয়েতে স্পীড বেকার হাইওয়ের মর্যাদা ক্ষুন্ন করে। আরো মর্যাদা ক্ষুন্ন হয় যখন পুলিশ লাইন অথবা বি ডি আর ক্যাম্প , ক্যান্টনম্যান্ট এর সামনে স্পীড ব্রেকার দেয়া হয়। আমাদের এসব প্রতিষ্ঠানের লোকজন কি রাস্তার আশপাশ দেখে চলাচল করতে পারে না অথবা তারা কি শিশু যে প্রতিটা পুলিশ ষ্টেশন এর সামনে বা সরকারী বাহিনীর সদরের সামনে স্পীড ব্রেকার থাকতে হবে। এই স্পীড ব্রেকার থাকাটা কোন আইনে আছে বলতে পারবেন কি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।