প্রধানমন্ত্রী বললেন , তা হলে আমার কি লিল্লাহ য়
ছেড়ে দেবো ? প্রশ্ন ছিল ক্রস ফায়ার নিয়ে।
স্থান - নিউইয়র্কের হায়াট হোটেল।
একই সুরে কথা বলেছেন , স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ।
ক'দিন আগে।
প্রধানমন্ত্রী বলললেন, যারা শান্তি রক্ষার জন্য যাবে
তারা তো গুলি খেয়ে মরতে পারে না ।
ওখানে এ্যকশন হবে , তারা কি বসে থাকবে ?
বড় আজব যুক্তি !
বিশ্বের আরো অনেক দেশ আছে , যেখানে সন্ত্রাসীরা
বেশ শক্তিমান। এমন কি ভারতেও ক্রসফায়ার কালচার
এখনো গড়ে ওঠে নি । বাংলাদেশ একটা তত্ত্বের জন্ম
দিয়েছে বটে ! যা এক্সপোর্ট করার মতো ।
একটা প্রস্তাব করি ।
এই তত্ত্বটা বিদেশে এক্সপোর্ট করে কিছু চিনি
ইমপোর্ট করা যায় কি না , তা ভেবে দেখতে
পারেন মাননীয় বানিজ্য ( চিনি বিষয়ক) মন্ত্রী
ফারুক খান।
যিনি এখন চিনিচোর দেরকে ধরতে
কামান দাগাচ্ছেন ।
ছবি - কেজ এল
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।