আমাদের কথা খুঁজে নিন

   

গান: শোনো পাহাড়, দূরের পাহাড়

ডুবোজ্বর

শোনো পাহাড়, দূরের পাহাড়-- একটি গল্প একা, জারুলবনের ঝরাপাতায় তোমায় পত্র লেখা। শীতের শেষের শূন্যমাঠে ছিন্নছায়া উড়ে, একলাবাঁশির সুরপোড়া সুর ছায়ার পিঠে পোড়ে; দুইটি চোখের রাতের গুহায় হয় না স্বপ্ন দেখা... জারুলবনের ঝরাপাতায় তোমায় পত্র লেখা। একটুখানি জল দেখা যায় অচিন সুদূর পুরে-- মরীচিকা তাড়ায় ভীষণ অনেক অনেক দূরে; দুইটি পায়ের নেশা ধরায় দীঘল পথের রেখা... জারুলবনের ঝরাপাতায় তোমায় পত্র লেখা। শোনো পাহাড়, দূরের পাহাড়-- একটি গল্প একা, জারুলবনের ঝরাপাতায় তোমায় পত্র লেখা। ----------------------------------------------------- রচনাকাল: ২১-০৮-০৪.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।