এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
ব্যাপারটা ভুলেই গিয়েছিলাম আমি প্রায়.........একজনের কমেন্ট দেখে মনে পড়লো আবার.........
ক'দিন আগে (ঈদের ছুটি চলাকালীন) ব্লগে জনৈক ব্লগার আমাকে জড়িয়ে একটি মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পোস্ট দিয়েছিলেন। তিনি নাকি আমার কাছ থেকে ম্যাসেন্ঞ্জারে ঐ তথ্য পেয়েছিলেন। আমি কমেন্ট করেছিলাম পোস্টে খবরটা মিথ্যা তা বলে, কিন্তু তার পরদিনই ঐ পোস্টটি উক্ত ব্লগার ড্রাফট/ডিলেট করে ফেলেন।
যাই হোক, মানুষ অনেক কথাই বলতে পারে - তাতে আর কি আসে যায়। কিন্তু খারাপ লাগলো আমার অনেক পরিচিত ও কাছের ব্লগার খবরটার সত্য/মিথ্যা যাচাই না করেই বিশ্বাস করেছেন। আমাকে একবার জিজ্ঞেস করলে আমি তো আর মিথ্যে বলতাম না তাই না? আর তাছাড়া আপনাদের জানার কথা আমার এসব বিষয় নিয়ে কোন বালখিল্যতা নেই।
কালকে আমিও ব্লগে এসে বলতে পারি - "ম্যাসেন্ঞ্জার মারফত জানলাম অমুক মেয়ে ব্লগারের ডিভোর্স হয়ে গিয়েছে।" তখন কিন্তু কেউ বিশ্বাস/অবিশ্বাসের ধার ধারতো না। সবাই মিলে আমার ব্যান চাইতো........
সবাই ভালো থাকুন.......
পোস্টটা এখনো গুগলের ক্যাশে আছে: View this link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।