যে কোন প্রয়োজনে স্বরণ কইরেন: hopelessduniya@yahoo.com এই আইডি তে..এড কইরেন...
আমি এই অধম বান্দা হিসাব মিলাতে পারি নাই কেমন করিয়া হিসাব মিলাব সব কিছু কিভাবে সমান সমান হইবে আপনারাই আমাকে বুঝান। হিসাবের জের যে মেলেনা, সব সময় একদিকে বেশী হয়।
আমরা যা শিখছি, যা জানছি তাইতো করবো..........তাই নয় কি ?
আমাদের সমাজে বর্তমানে তুমুল আলোরন তৈরী করেছে ছেলে মেয়ে দের সমান অধিকার।
আর তারি ধারাবাহিকতায় সরকার সমাজ, ধর্ম সব কিছুকে তুচ্ছ করে ছেলে-মেয়ের সমান অধিকার প্রতিষ্ঠার জোর চেষ্টা চালাচ্ছে।
হায়রে, ধর্ম ও এর হাত থেকে রক্ষা পায়নি...........
ছেলে মেয়েরে সমান অধিকার এর জন্য পৈতৃক সস্পত্তির উপর দুজনের সমান অধিকারের আইন সরকার করেছে কিন্তু ধর্মে বলেছে মেয়েরো পাবে ছেলেরা যা পাবে তার অর্ধেক।
যাই হোক.......না হয় বুঝলাম ছেলে-মেয়ের সমান অধিকারের জন্য এই সব.......
কিন্তু এ সব কি ?
মেয়েদের জন্য আলাদা সংরক্ষিত আসন, আলাদা কোঠা থাকা এগুলো কেন ?
ছেলে-মেয়ের না সমান অধিকার তবে মেয়েদের জন্য আলাদা কোঠা থাকবে কেন ?
ছেলে মেয়ে সমান প্রতিযোগী তা করে যে যার যোগ্যতা অনুযায়ী স্থান করে নিবে.......
শুধু তাই নয়.......
ছেলে-মেয়ের সমান অধিকার অথচ শুধু মাত্র মেয়েরা উচ্চ মাদ্যমিক পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুয়োগ পায় কিন্তু ছেলে না পায়না..........
যে পিতার আর্থিক সামথ্য নেই সে যেমন তা মেয়েকে পড়াতে পারবেনা তেমনি তার ছেলেকেও পড়াতে পারবেনা........
এখন সরকারের কথা হচ্ছে মেয়েকে শিক্ষত করো আর ছেলে দের কে মূর্থ করে খারাপ কাজে লিপ্ত করো । তাই নয় কি ? তা না হলে ছেলে মেয়ের সমান অধিকার তাই দুই জনেই সমান বিনা বেতনের অধ্যায়নের সুবিধা পেত।
আর তাই যদি হয় ছেলে মেয়ের সমান অধিকার তবে বাসে মেয়েদের আলাদা সিট থাকবে কেন ?
একজন ছেলে যদি দাড়িয়ে যেতে পারে তবে কেন একজন মেয়ে দাড়িয়ে যেতে পারবে না ?
কেন তাদের কে সম্মান করে সিট ছেড়ে দিতে হবে ?
ছেলে মেয়ের না সমান অধিকার ?
আমরা এতদিন মেয়েদের কে প্রত্যেক ধর্ম অনুযায়ী মায়ের মর্য়াদা দিয়ে দেবী তুল্য মনে করে মাথায় তুরে রাখতাম, সম্মান করতাম...........
সুখে থাকলে ভূতে কিলায় তাই তো আপনাদের অর্থাৎ মেযেদের তা আর ভালো লাগছেনা তাই সমান অধিকার এর জন্য বেশী ততপর হয়ে উঠেছেন......ওকে ঠিক আছে আমরা তাই দিব ...
তাহলে তো ঐ সব সংরক্ষিত, টংরক্ষিত বাতিল করতে হবে...........
আলগা সম্মান বাতিল করতে হবে ...................
আপনারাই বলুন আমরা কি তা করবো ?
কারণ আপরানাই তো বলছেন ছেলে মেয়ের সমান অধিকার...........
তাই সব সমান হওয়া উচিত................তাই নয় কি ?????
আমারে মাফ করিয়া দেবেন যদি ভুল কিছূ বলিয়া থাকি। আমি এই অধম বান্দা হিসাব মিলাতে পারি নাই, ভাইডি আমারে মাফ করে দ্যান আমার কোন দোষ নাই দোষ অংকতেই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।