আমাদের কথা খুঁজে নিন

   

গেট টুগেদার পার্টি ওরফে আড্ডা= ২ অক্টোবর শুক্রবার বিকাল ৫ ঘটিকায়.. ধানমন্ডির রবীন্দ্র সরোবরে..

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..

সুপ্রিয় বাই-বইনেরা আমার, আগামী ২ অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৫ ঘটিকায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে একটি গেট টুগেদার পার্টি ওরফে আড্ডা হইবার ব্যাপক সম্ভাবনা দেখা দিয়াছে। এই পর্যন্ত যিনাদের আসিবার সমূহ সম্ভাবনা আছে.. তিনারা হলেন - (রাতমজুর, বৃত্তবন্দী, রোহান, দূর্ভাষী, কালপুরুষ, মুহিব, একরামুল হক শামীম, ভেবে ভেবে বলি, ম্যাক্স পেইন, রাঙ্গাকলম, পল্লী বাউল, ভাবনাহীন আমি, রোদেলা, আকাশ_পাগলা, পাথুরে, মহিসন খান, বুমবুম, শিবলী, ত্রিশোনকু, সৌম্য, বোহেমিয়ান কথকথা, রক্ত রঙ, আই আনাম, অপরাজিতা, ক্যামেরাম্যান, আরিয়ানা, শান্তির দেবদূত, চাচামিঞা, সৈয়দ সাইফুল আলম শোভন, মো. লুৎফর রহমান, মিলটন, মন মানে না এবং আরও অনেকে..) উক্ত আড্ডায় যোগদান করিয়া আড্ডাকে সর্বদিক দিয়া সুসফল করিবার জন্য বিবাক বাই-বইনদের তুমুল সাড়া প্রত্যাশা করিতাছি.. আপাতত চাঁদার পরিমান ধরা হইয়াছে ৫০ টাকা.. (অত্যন্ত খুশীর সংবাদ এই যে পূর্ববর্তী আড্ডার টাকা কিছু বাঁচিয়া আছে যাহা উক্ত আড্ডানুষ্ঠানে ভাঙ্গায়া খাওন যাইব) আমার মুবাইল নম্বর: ০১৬৭৪৮৪২১৩২ আমার ইমেইল নম্বর: আমার বাই-বইনেরা জোড়ে আওয়াজ দিয়েন.. আমনেগো বিবাকতের ছুডু বাই আবদুল্লাহ্ আল মনসুর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।