যে কোন প্রয়োজনে স্বরণ কইরেন: hopelessduniya@yahoo.com এই আইডি তে..এড কইরেন...
"উচিত কথা কইতে গেলে দোস্ত ব্যাজার হয়" প্রবাদটির মত এই পোষ্টটি পড়ে রাগে ক্ষোভে অনেকেই ফেঁটে পড়তে পারেন কিন্তু তাতে কি গবেষণা বলে কথা ফেলে তো দেওয়া যায় না।
মাত্র ৪৭ ঘন্টা
ব্রিটেনের একটি গবেষণা সংস্থা সম্প্রতি তাদের গবেষণালব্ধ ফলাফল থেকে জানিয়েছে যে মেয়েরা কোনো গোপনীয় কথাই ৪৭ ঘন্টা ১৫ মিনিটের বেশি পেটে রাখতে পারে না। ১৮ থেকে ৬৫ বছর বয়সের ৩০০০ জন মহিলার উপর পরিচালিত এই গবেষণায় গবেষকরা প্রমাণ পেয়েছেন যে একটি কথা তা যতো গোপণীয়ই হোক না কেন সেটি মেয়েরা গড়পড়তা ৪৭ ঘন্টার মধ্যেই অন্যকে জানিয়ে দেয়। আর কথাটি কোন মাত্রার বা কোন ধরণের গোপর তার উপর নির্ভর মেয়েরা কথাটি তাদের মা, বয়ফ্রেন্ড, স্বামী নাকি অন্য কোনো বন্ধুকে বিষয়টি জানাবে। শুধু তাই নয়, জরিপে অংশ নেয়া প্রতি দশজনের মধ্যে চারজনই জানিয়েছে যে একটি কথা যে মাত্রারই গোপর হোক না কেন তারা তা নিজেদের মধ্যে রাখতে ব্যর্থ হয় এবং অন্যকে না জানানো পর্যন্ত অস্বস্তিতে ভোগে। এ খবরটা পড়ে হয়তো মেয়েরা গবেষকদের উপর ভীষণরকম চটে যাবেন। তবে গবেষণা বলে কথা। চাইলেই তো আর একে ভুল প্রমাণ করা যায় না!
সূত্র: দৈনিক ইত্তেফাক - ২৫ সেপ্টেম্বর ২০০৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।