সুস্থ সংস্কৃতির অনন্ত পথের যাত্রী
কথা কম বলা উচিৎ। বেশি বেশি চিন্তা করলে মস্তিস্কের কার্যক্ষমতা বাড়ে। চিন্তা হতে পারে মানুষের সুখ-দু:খ নিয়ে, প্রকৃতি নিয়ে, নিজের কর্মের উন্নতি নিয়ে অথবা অসৎ এবং সৎ কাজের বিশ্লেষণমূলক পার্থক্য নিয়ে। এটাই সাংস্কৃতিবানদের চারিত্রিক বৈশিষ্ট্য। চিন্তার আর একটি উৎস হচ্ছে বই।
আসুন না আমরা এমন ভাবে বই পড়ার অভ্যাস করি যে, আমাদের সবার হাতে সব সময় যেন একটি করে বই থাকে। বিয়ে অথবা জন্মদিনে আমরা বই উপহার দেবার প্রাকটিস করি। কেউ বই উপহার দিলে আমরা যেন তাকে বেশি আদর-আপ্যায়ন করি, বেশি সন্মান করি। সমস্ত উপহারের মধ্যে বইকে যেন আমরা অমূল্য উপহার মনে করি। আমরা কিন্তু আর একটা কাজ করতে পারি, সারা দিনের অসংখ্যা কাজের মাঝে একটা বিশেষ কাজের প্রস্তুতি নিতে পারি।
বিশেষ কাজটা হলো রাতে শুয়ে শুয়ে একটি বই পড়বো। সেটাই আমাদের সবচেয়ে মূল্যবান এবং পবিত্র কাজ হোক। আসুন না আমরা অন্যকেও উৎসাহিত করি। পৃথিবীর সবচেয়ে বড় বন্ধু হলো জ্ঞান। আসুন আমরা কম কথা বলে, বেশি চিন্তা করে এবং বই পড়ে সেই জ্ঞান নামক বিশেষ বন্ধুকে আপন করে নিই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।