আমাদের কথা খুঁজে নিন

   

রোড টু ইউ কে -৩: আজ ইউনি থেকে ভিসা লেটার পেলাম

oracle.samu@googlemail.com

আজ সকালেই অফিসে এসে ডিএইচএল এর একটা পেকেট পেলাম। যদি ও ইমেইলে গতকালই ওটার আসার আগাম খবর পেয়েছিলাম। আশা ছিল অফার লেটার ও স্কলার্শিপ লেটার পাব কারন আমার বন্ধু এগুলো পেয়েছে (একই স্কলার্শিপ কিন্তু ইউনি আলাদা )। পেকেট খুলে ত চোখ কপালে একে বারে ভিসা লেটার আইসা পড়ছে। এই বার বলেন আমার কী অবস্থা ? হাসব না কাঁদব কিছুই বুঝতে পারছি না । ভিসা লেটারে স্কলার্শিপের কথা ও উল্লেখ আছে। এখন বুঝতে পারছি না শুধু এটাতেই কাজ হবে না কি অফার লেটার ও স্কলার্শিপ লেটার ও লাগবে ? আমি পয়েন্টবেজ টায়ার-৪ এ এপ্লাই করব। কারো জানা থাকলে দয়া করে সাহায্য করুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।