আমাদের কথা খুঁজে নিন

   

ভূমিকম্প হইলে কি করবেন?

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

ঈদের দিন দুপুর ৩.৫৩ মিনিটে রিক্টার স্কেল অনুযায়ী ৬.৪ মাত্রার একটা ভূমিকম্প হইছে - সেইটা মনে হয় সবাই জানেন। আমি দুপুরের খাওনের সময় সেরম একটা ঝাকুনি টের পাইছিলাম। মনে হইতেছিল মাথা ঘুরানি, কিন্তু পরে দেখলাম এইটা পৃথিবী ঘুরানি। এরপরে বারো ঘন্টার মধ্যে আরেকটা ঝাকুনি কিন্তু দিছে ভূমিকম্প। বাইশ তারিখ।

সবাই টের না পাইলেও ঘটনা ঠিকই ঘটছে। এই ভূমিকম্পের সেন্টার ছিল ঢাকা থাইক্কা ৪৬২ কিমি উত্তরপূর্বে। যাউকগা মেইন কথা হইলো ভূমিকম্পে আমাদের প্রস্তুতি মোটামুটি জিরো মাত্রায়। সম্প্রতি ইউনিসেফের একটা লিফলেট পাইলাম কেমনে ভূমিকম্পের সময় কি করবেন। আপনাগো কামে লাগতে পারে মনে কইরা এইখানে তুইল্লা দিলাম।

লিফলেটের প্রথম পৃষ্ঠা লিফলেটের দ্বিতীয় পৃষ্ঠা ডাউনলোড করেন এইখান থাইক্কা:

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।