আমাদের কথা খুঁজে নিন

   

এক পক্ষের শ্রোতা

চাকরি করার ইচ্ছে হয়নি কখনো। তাই তো পড়ালেখা হিসাববিজ্ঞান নিয়ে, কিন্তু করছি কম্পিউটার ব্যবসা!!! কম্পিউটার সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করতে পারেন। মেইল: sajimtalukdar@gmail.com

এক পক্ষের শ্রোতা আমি আজ এক পক্ষের শ্রোতা শুনছি শুধুই একটি কথা শত সহস্র বার ভালোবাসি তোমায় তুমি শুধু একটি বার বলো ভালোবাস আমায় ততোটা না হোক যতোটা ভালোবাসি আমি তোমায় ওপাশ হতে কোন শব্দই আসে না ভেসে আর এপাশ হতে একটি র্দীঘশ্বাস। আমি আজ এক পক্ষের শ্রোতা জীবনের কোন এক ক্রান্তিলগ্নে- তুমি দিয়েছিলে দেখা তুমি মোর জীবনে এসে ছড়িয়ে দিলে অফুরন্ত ভালোবাসা তবুও একটি বার বলো ভালোবাসি তোমায় আর এপাশ হতে আরো একটি র্দীঘশ্বাস। আমি আজ এক পক্ষের শ্রোতা জীবনের অন্তিমে আজ আমরা দু’জন র্নিবাক অপলক দৃষ্টি সমস্ত হাহাকার বুকে নিয়ে দাঁড়িয়ে আজও যদি শধু এবং শুধু একবার বলতে ভালোবাসি- জীবনের সব অর্পূণতাকে ছাপিয়ে র্পূণতায় ভড়িয়ে দিতে এ প্রাণ এবার ও আসেনি কোন উত্তর ভেসে আর এপাশ হতে শুধুই র্দীঘশ্বাস আমি আজ এক পক্ষের শ্রোতা এপাশটা যতটা ছিল উচ্ছল, প্রাণবন্ত এখন ততোটাই নির্জীব, নি:¯প্রাণ এপাশ হতেও আর কোন শব্দ শুনতে পাই না অনেকক্ষণ অনেক অনেক অপেক্ষার পরে- আবারও ভেসে আসে সেই একটি কথা শুধু একবার বলো ভালোবাস আমায় শুধুই আমায়- আর এপাশ হতে একটি র্দীঘশ্বাস। আমি আজ এক পক্ষের শ্রোতা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।