আমাদের কথা খুঁজে নিন

   

এটা সেদিনের কথা, দু’টি চাঁদ উদিত হয়েছিলো যেদিন

সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।

এটা সেদিনের কথা, দু’টি চাঁদ উদিত হয়েছিলো যেদিন সুদূর আকাশে একটি, অন্যটি অনতিদূরে দু’চাঁদ যেন নিশ্চুপ নিবিড় প্রতিযোগিতায় প্রচন্ড প্লাবনে ভাসিয়ে নেবার প্রতিযোগিতা ধবল জোছনায় ভরা নিকঠ চাঁদ সুধায়, কতোটুকু প্রয়োজন এ জোছনার? নির্বাক মুখ যেন বাক্য খুঁজে পায় অতটুকু, যতটুকু বেঁচে থাকায় অক্সিজেন অতটুকু, যতটুকু বুভুক্ষুর একথালা খাদ্য অতটুকু, যতটুকু ঊষর ধরিত্রির এক ফসলা বর্ষণ অতটুকু, যতটুকু পত্র ঝরার মৌসুমে ফাগুন অতঃপর ইতিহাসের সাক্ষাত কৃষ্ণবিবরের সাথে স্থান কালের দুম্‌ড়ে মুছড়ে যাওয়া অতঃপর নীলিমার চাঁদ অস্তমিত হবার আগেই ডুবে যায় প্রতিবেশী চাঁদ ইদানিং এখানে ঘোর অমানিশা বড়ই সাধ জাগে ওই জোছনায় অবগাহনে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।