আমাদের কথা খুঁজে নিন

   

= দু'খণ্ড মমতার মেঘ

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

রৌদ্রের ছুরি এই ভর দুপুরে এপিঠ ওপিঠ বিঁধছিল দু'খণ্ড মেঘের ছায়া তখন কি অপার হয়ে চেয়েছিলাম। জানি এ চিরন্তন, মেঘেদের সংঘর্ষ বজ্র বাধায় ফলায় বিদ্যুত, জ্বালায় শরীর, কেড়ে নেয় আত্মাকে আকাশের পানে; কোথায় কে জানে। তবু আশা বৃষ্টি ঝরাবে আমাদের তৃষিত অন্তরে বুকে ও দু'চোখে, সারাটি জীবন জুড়ে। জীবনের বসন্তকালে ধরা দেয় মরুর উষ্ণতা প্রতিটি সাইমুম অঙ্গার করে ফুলের বাগান, রঙ-রূপ-সুগন্ধহীন পড়ে থাকি ঝরা পাতার মত ধূসরিত দিনকাল ধেয়ে যায় কালের গহীনে, পঞ্জিকা অথবা শতাব্দীগাঁথা মনে থাকে না তেমন মুসাফিরের চলার পথে যেন এক বোঝা এ জীবন। চেয়েছি এখন বৃষ্টি, দেখালে বিদ্যুতে রাঙা চোখ রিমঝিম ধ্বনির আকাংখায় দিয়েছ বজ্রের হুংকার, মমতা-বৃষ্টির অভাবে নেমেছে খরা আমাদের জীবনে। রৌদ্রের উত্তাপ থেকে বাঁচবো বলে চেয়েছিলাম ছায়া হিসেবের অংকে কাঁচা এ সংসারে হলাম অযোগ্য, কেড়ে নিলে সুনিবিড় শীতলতা, সম্পর্ক তরুলতা একখানা হাত ধরে বেরিয়ে গেলাম পথে পথে জানি না কোথায় ঠাঁই হবে এ জগতে......। কবিতাটি অনলাইন ম্যাগাজিন "সোনার বাংলাদেশ"-এ প্রকাশ পায়। পড়ার জন্য Click This Link Please. ছবি স্বত্ব: http://www.fazleelahi.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।