Live Long Happy Strong Stay Young
এমনিতেই আমি বাই-ডিফল্ট মন খারাপ মানুষ। শুধু শুধুই হয়তো মন
খারাপ হয়ে থাকে। তার উপর কদিন থেকে মনটা খুবই বিক্ষিপ্ত।
ঈদটা কিভাবে গেছে সেটা ঠিক বলার মত কিছু নয়। ঈদের সময়টা গ্রামে ছিলাম এটাই বড় ব্যাপার।
আমি,মা,ছোট ভাই,........।
আমি প্রতিদিনই সন্ধ্যা সময়টা বাড়ির বাহিরে কাটাই গ্রামে এলে। আজো তেমনই বেরিয়েছিলাম....
অনেক দিন পর দু-দুটো জোনাক দেখলাম। বাড়ি থেকে অনেকটা দুরে আমার এক জুনিয়র ফ্রেন্ডকে সাথে নিয়ে বসেছিলাম পুকুর পাড়ে। সন্ধ্যা হওয়ার কিছু সময় পর।
জোনাক-দুটো উড়ে গেল পুকুরের এক পাড় থেকে আরেক পাড়ে। গরম পড়ছিল খুব। শার্ট খুলে ফেললাম। পুকুরের সিঁড়ির পাশে বসার যে জায়গাটা থাকে সেখানেই আধশোয়া হলাম। আকাশের দিকে তাকিয়ে।
অর্ধেকটা চাঁদ ছিল যদিও আকাশে, সেটা আমার পিছনের দিকে থাকায় দেখতে পাচ্ছিলাম না। তবুও চাঁদের কোমল মায়াবী আলো ঠিকই ভিজিয়ে দিচ্ছিল আমার মন। পরিষ্কার আকাশ। কালো আকাশের গায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা তারাগুলো যেন আমারই মনের টুকরো। আস্তে আস্তে যেন নিজেকে হারিয়ে ফেললাম বিশাল আকাশের মাঝে।
ইচ্ছে হল আকাশটাকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদি। হয়ত অকারনেই। নাহ কাঁদতেও পারলামনা। চোখ দুটো ঘুরে বেড়াল আকাশের গায়। আর মন ব্যাস্ত হয়ে পড়ল সৃতিচারনে।
আজকের সন্ধ্যেটা আমাকে মাতাল করে দিল। অনেকদিন এমন সন্ধ্যা পাইনি। আমার বিশেষ কিছু সৃতিভান্ডার উন্মুক্ত করে দিলাম বন্ধুটির কাছে। অবশ্য যার অনেক কিছু সে আগেই জানত।
আজ যে গানটা গুনগুন করেছি সারাটা সন্ধ্যা:
সারাটা দিন মানুষ দেখি,এবার একটু আকাশ দেখতে চাই-
ও আমার সন্ধ্যারাতের তারা-আমার জন্য জ্বলে উঠো ভাই..
সবার ঈদ কাটলো কেমন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।