আমাদের কথা খুঁজে নিন

   

৩৫০ দেহরক্ষী নিয়ে ভারতে জুলিয়া রবার্টস



প্রিটি ওমেন’ খ্যাত জুলিয়া রবার্টসকে কে না চেনে৷ হলিউডের এই নামকরা অভিনেত্রী এখন ভারতে৷ তবে বেড়াতে নয় , উদ্দেশ্য ছবির শুটিং৷ কিন্তু তাঁর কিছুটা গন্ডগোল বেধে গেল ভারতবাসীদের সঙ্গে৷ কারণ তাঁর দেহরক্ষীরা নিরাপত্তার জন্য গোটা এলাকাতে জনসাধারণের চলাচল নিষিদ্ধ করেছে৷ হলিউড এই অভিনেত্রীর দেহরক্ষী কয়জন - তা শুনলে যে কেউ অবাক হতে বাধ্য৷ নিজ দেশ থেকে রবার্টস তার নিরাপত্তার জন্য ৩৫০ জন দেহরক্ষী সঙ্গে নিয়ে এসেছেন৷ ছবির বেশির ভাগ শুটিং হবে ভারতের রাজধানী নতুনদিল্লি থেকে ৬৫ কিলোমিটার দূরে পাতাউদি নামের একটি গ্রামে৷ সেই গ্রামের যে মন্দিরে শুটিং হবে সেটি রবার্টস এর নিরাপত্তার জন্য সর্বক্ষণ ঘিরে রাখে দেহরক্ষীরা৷ যার ফলে মন্দিরটি এখন সকলের জন্য নিষিদ্ধ হয়ে গেছে৷ আর এ ব্যাপারে খুবই মণক্ষুন্ন গ্রামবাসীরা৷ ১৮ সেপ্টেম্বর ৪২ বছর বয়স্ক এই হলিউড তারকার সঙ্গে তার তিন ছেলে মেয়েও ভারত সফরে আসেন৷ রবার্টস তার ছেলে মেয়েদের বুধবার হারি মন্দির সংস্কৃত মহাবিদ্যালয়া আশ্রমে নিয়ে যান৷ সেখানে হিন্দু সিদ্ধপুরুষ সোয়ামি ধরম দেব তার তিন ছেলেমেয়ের নাম পরিবর্তন করে হিন্দু নাম রাখেন৷ সোয়ামি ধরম দেব ভারতের একটি স্থানীয় সংবাদপত্রকে বলেন, জুলিয়া তাঁর কাছে আশীর্বাদ চাইতে এসেছিল৷ তিনি তার তিন ছেলে মেয়ে হাজল, পিনাউস এবং হেনরির নাম রেখেছেন যথাক্রমে, লাক্সমি, গনেশ, এবং কৃষাণ বলরাম৷ অবশ্য এই নামগুলো শুধু তাদের ভারত থাকাকালীনই ব্যবহৃত হবে৷ যে ছবিতে অভিনয় করতে জুলিয়া সুদূর ভারত এসেছেন সেটি বিখ্যাত লেখিকা এলিজাবেথ গিল বার্ট এর সর্বোচ্চ বিক্রিত বই ‘ইট, প্রে, লাভ' এর কাহিনী অবলম্বনে তৈরি করা হবে৷ ছবিতে জুলিয়াকে একটি আশ্রমে রাঁধতে দেখা যাবে৷ সুত্র - ডয়েছে ভেলে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।