। । ক্ষুদে মন ভারী অগণন। ।
জানি, যদি
জিজ্ঞেস করি
যাবে নাকি
রোদেলা রাস্তায়?
উত্তর দেবে-
`না থাক,
একটু পরে
রোদ কমলে
হাটবো দু'জন
কোমল ছায়ায়।
'
যদি বলি
আমার যে
আলোর তেষ্টা,
হিমে হিম
জমে গেছি,
জঙ্গী সৌরতাপ
খুব দরকার।
জানি তুমি
বলবে তখন-
`কেন তুমি
এত উগ্র,
পুড়ে ছাই
হতে চাও?
একটু দাঁড়াও,
সময় হবে
আমিও যাব
তোমার সাথে
বৃষ্টির পর
ঠান্ডা কাদায়
পিচ্ছিল মাঠে।
পড়ে গিয়ে
ধরব হাত,
তুলবে টেনে
লড়বো সাথে। '
হ্যাঁ ওভাবেই
কথায় কথায়
বাড়বে অস্বস্তি;
তাই বন্ধু
থাক তুমি
ঘরেই, দোরে।
একাই আমি
পুড়তে চললুম
মড়তে নয়,
ভাঙ্গতে নয়,
বরং বাঁচতে
এবং বানাতে।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।