আমাদের কথা খুঁজে নিন

   

::: ~ সত্যিকার শান্তি ~ :::

ভালো লাগে লিখতে তাই লিখি..............

আমি চাঁদ নই, আমি রাতের নির্জনতা আমি জ্যোঁসনা আলো নই, আমি মিটিমিটি জোনাক জ্বলা আমি তো মেঘ নই, এক একটি বৃষ্টি ফোটা ভালবাসি গোধূলী রাঙ্গা আকাশের বিশালতা আমি সুন্দরের প্রতিচ্ছবি নই, নেই কোন রূপ রাঙ্গা ময়ূরীর পাখা, আমি একটি স্বপ্ন শুধু........ দৃষ্টি জুড়ে আমার আবেগী ভালবাসা। আমি তাই মিথ্যে আশায় স্বপ্ন বুনি মিথ্যে সত্যে প্রহর গুনি, আকাশের অজাচিত মেঘ হঠ্যাৎ এলোমেলো করে দিলে- হৃদ-স্পন্দনের কান্না শুনি । তবু আমার অপেক্ষা চলতে থাকে.... যদি মিথ্যে স্বপ্নের মিথ্যে অপেক্ষার শেষে, পেয়ে যাই মিথ্যে কিছু প্রাপ্তি........ জানি এ-অপেক্ষা জন্মান্তরের, তবুও তো মন পায়, একটুকরো মিথ্যে অনুভূতির সত্যিকার শান্তি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।