আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: neo21580@yahoo.com
ঈদ কেমন কাটলেন সবাই.....কোন রকম..মুটামুটি...ভাল..খুব ভাল...জটিল..সেইরকম.... সবাই কতকি বলবে... আর আমার ঈদ কেমন কাটছে...!!!!!!!!!!!!
দুবাইতে রমজান মাসে মুসলিমদের জন্য ৬ ঘন্টা ডিউটি.... ১মাস ভ্যাকেসন স্টাইলে কামলা দিসি....সারারাত তাইরে নাইরে রান্নাবাড়া কইরা সেহেরীতে ৭/ ৮ জনমিলা একসাথে বইসা সেই রকম খানা....সকাল ৮টা থিকা কামলা ২টা বাজলেই বাসাতে...দল ধইরা ইফতারি...ভালাই কাটছে রোজার মাস .... মাগার ঈদে যে এই রকম ব্যাস্ত থাকবো তা চিন্তাও করিনাই...
ঈদের ৩দিন টানা ৮টা থিকা ৮টা কামলা দিসি.... সেই রকম ব্যাস্ত ছিলো ... সারা দুবাইর সবাই মনেহয় আমগো হোটেলে চইলা আইছিলো সেই কয়েক দিনে....
আমার কয়েক মাচাং যারা ছুটি পাইছে....হালারা বিকালে বাইর হইছে...শহরে ঘুরছে...খানাপিনা করছে আর আমারে ফুন কইরা কয় " দুস্তু কি করো? কামলা দেও...আমারা সেই রকম মজা করতাছি:""
আমি কামলা দিয়া কুল পাইনা আর হালা আমারে ফুন কইরা কয় কিকি করতাছে... *** এইডি যে না মাইরা ভাত খাওয়া যায় কন???
আরেক জন মাচাং "সেফ রাশেদ লোকাতোলি" (ইটালিয়ান রেস্টুরেন্টে রন্দা লোকাতোলির বাবুরচি তাই নামের শেষে লোকাতোলি+ করছি আমারা) ঈদের আগে দেশে গেছে..... তারে কঠর ভাবে নিষেধ করইরা দিসি যে....ঈদের সময় কুনু যোগাযোগ রাখন যাইবোনা ...নো sms.. নো email নোph call এমুন কি online এ যেন তোমারে না দেখি.... দেখলে তোমার খবর আছে....ছুটির পরে দুবাই ফিরতে দিমুনা..
ঈদের ২য় দিন বিকালে হঠাৎ দেশের থিকা ফুন... আমি গেস্টের সাথে কথা কই...ফুন কাইটা দিসি...আবার ফুনায়...সুপারভাইজারে কইলাম বস তুমি গেস্ট সামলাও..মনে হয় দেশে থিকা জরুরী কল আইছে..............
: হেলো...মাচাং কেমন আছো?? কি করতাছো???
: হা মাচাং আমিতো কামলায়....
: হুম কামলা দেও...আমি এই তো একটু পদ্মায় বেড়াইতে আইছি....মেলা বন্ধু বান্ধবী....ভাই ভাবী আর মেলা সুন্দরীদের নিয়া নৌ ভ্রমনে বাহির হইছি......
: হুম....কর ...তুমি নৌ ভ্রমন কর সুন্দরীদের নিয়া....আমি কামলা দেই আর কি...
:হ মাচাং সেই রকম মজা করতাছি...সেই রকম খাই দাই...সেই রকম বেড়াইতেছি...
:মাচাং তোমার খবরই আছি....দুপাই আসো....
রাসেদ হাসে....তার সাথে সবার হাসির শব্দ পাই,,,
এগো না মাইরা ভাত খাওয়া যায়?????
ঈদের ৩য় দিন আমারে বিলা মেজাজে দেইখা বসে আমারে কয় ঈদ মোবারক..... আমি কই বস এই রকম বাজে ঈদ আমি এখন পযন্ত কাটাইনাই.... বস কয়... হোটেলে জয়েন করার পরথিকা এখন পযন্ত একটাও খ্রস্টমাস আমি বাড়িতে করতে পারিনাই.....
টানা ১৩ দিন কামলা দেয়ারপরে আইজ ছুটি পাইলাম.....
এই রকমের ঈদ আসাই ভাল...... মনে মনে চিন্তা করি ...হালার কোন কামলায় বাইছি নিলাম শেষমেষ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।