আমাদের কথা খুঁজে নিন

   

আমার গৃহবন্দী জীবনের কয়েকটা দিন... ...!!!

চাকরি করার ইচ্ছে হয়নি কখনো। তাই তো পড়ালেখা হিসাববিজ্ঞান নিয়ে, কিন্তু করছি কম্পিউটার ব্যবসা!!! কম্পিউটার সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করতে পারেন। মেইল: sajimtalukdar@gmail.com

ঘরে টানা এতদিন থেকে কয়েকটা বিষয় খুব ভালো ভাবেই অনুভব করতে পেরেছি যেমন কারাগারে মানুষের জীবনটা কত কষ্টের, গৃহবন্দী থাকার কষ্ট অথবা বলতে পারেন ভিআইপি বন্দীদের অবস্থা। আমি অবশ্য ভিআইপি অবস্থায়ই ছিলাম কারন সময় মতো খাবার পেয়েছি, টিভি দেখেছি আবার ডিশের লাইনও ছিলো ফলে ঈদের অনুষ্ঠানগুলো ভালো ভাবেই উপভোগ করতে পেরেছি। কিন্তু বাসাতে নেটের লাইন না থাকায় সামুতে আসতে পারিনি।

নিজ গৃহে গৃহবন্দী থাকর মাঝেও অনেক কষ্ট। আর মাঝ খানে আতঙ্কে ছিলাম এই বুঝি ভূমিকম্প হয়ে দেয়াল চাপা পড়ে মারা যাই!!! আসলে ঈদের তিন দিন আগে হঠাৎ করে অসুস্থ্য হয়ে পড়লাম। আর কোন রকম সুস্থ্য হলাম ঈদের দিন সকালে। নামাজ পড়ার জন্য ঐ একবারই বাইরে বেড়িয়ে ছিলাম, নামাজ শেষে আবার বাসায়। তার পর আর কি বৃষ্টি আর আমার অসুস্থ্যতা মিলিয়ে একাকার।

আর ঘর থেকে বের হইনি। যাইহোক, এখনো বেঁচে আছি, ভালো আছি, সুখে আছি এবং শান্তিতে আছি। সবার জন্য দোয়া রইলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।