আমাদের কথা খুঁজে নিন

   

আমার কী করা উচিৎ আর আমি কী করি



আমাকে প্রায়ই মুরুব্বীরা বলেন, "তুমি তো ছাত্র। তো তোমার কাজ হচ্ছে লেখাপড়া করা। তুমি লেখাপড়া কর না কেন?" আমি এ প্রশ্নের কোন জবাব দিতে পারি না তাদের। এখন যদি বলি "পড়তে ভাল লাগে না" তাহলে সে উত্তর যেমন গ্রহণযোগ্য নয় তেমনি কাঙ্ক্ষিতও নয়। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আসলে কী চায় তা তারা নিজেরাই জানে না।

আমার নিজেকে সে ধরণের মানুষ বলে মনে হয়। আমি ভেবেচিন্তে কিছুই করি না। এ পর্যন্ত টুকটাক যা সাফল্য পেয়েছি তা আপনাআপনি, পরিশ্রম করার ব্যাপারটা কখনই আমার মধ্যে ছিল না। জীবন পুষ্পশয্যা নয় এ কথা ছোটবেলা থেকেই অসংখ্য বার শুনে আসছি। জীবনের কোন না কোন মূহুর্তে মানুষের মাঝে বুঝ আসে।

নিজের বিবেক-বুদ্ধি এবং গুরুজনদের পরামর্শে যা বুঝি তা হল আমার সমসাময়িকদের বয়ঝ আসলেও আমার আসে নি। আমার করার কথা একটা আমি করে আরেকটা। জীবনের কঠিন সত্য এখনও আনার বোধগম্য না। যেমন: সকালে ঘুম থেকে ক্লাসে যাও, বেশি আড্ডা না দিয়ে দ্রুত বাড়ি ফের, সন্ধ্যায় পড়াশোনা কর, নিজের কাজগুলো নিজে কর-এসব কোনটিই আমি করি না। এগুলোর মধ্যে আমি শুধু ক্লাসে যাই, স্যারের কথা কানে যায় কিন্তু মগজে যায় না।

একজন শিক্ষার্থীর নিয়মিত জীবনে যা যা করার কথা তার প্রায় কোনটিই আমি করি না। পড়ার সময়ে ফেসবুক নইলে সামহোয়ার। ক্লাসের সময়ে সাইড টক কিংবা কল্পনার সাগরে ডুবে থাকা। ঘরের দৈনন্দিন কাজকর্মে সময়ে বিছানায় পড়ে থাকা। অতীত ইতিহাস বলে এ জীবনযাপনকারী ব্যক্তি ভবিষ্যতে বংশের কুলাঙ্গার ছাড়া আর কিছুই হবে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।