আমাদের কথা খুঁজে নিন

   

কনে দেখার বিরক্তিকর নিয়মঃ মেয়েরা অবশ্যই উত্তর দিবেন। ছেলেরাও।

যুক্তি দিয়ে কথার মারপ্যাচ ভালোই বুঝি...

বড় হইছি তাই বিয়ে করতে হবে, বয়স বাড়ছে তাই খুব তাড়াতাড়ি বিয়ে করতে হবে, এই বলে আমার বিয়ের জন্য কনে দেখা শুরু করে দিয়েছে আমার ফ্যামিলি। সমস্যা বাধতেছে কনে দেখা নিয়ে। আমি চাই কনের ছবি আগে দেখবো। পছন্দ হলে সামনা সামনি যাবো। কারন কনে দেখা নিয়ে অনেক কনের ফ্যামিলির বিরক্তি কর অভিজ্ঞতা শুনে শুনে আমার এমনকার ডিসিশান।

কিন্তু সমস্যা এখানে, এখনকার মেয়ের বাবা মা কেনো যে মেয়ের ছবি দিতে চায় না, তারা বলেন যে সরাসরি আসুন মেয়ে দেখুন। কিন্তু কথা হচ্ছে যদি সরাসরি গিয়ে গরু দেখার মতো করে মেয়েকে দেখে প্রশ্ন করে পরে যদি বিয়ের জন্য মানা করা হয় তাহলে বলা হবে ছেলে রা খারাপ, ছেলের ফ্যামিলি খারাপ। মেয়েরা গরু নাকি যে হাটে তুলতে হবে। মেয়ের বাবা মা বা ছেলের বাবা মা যে কোন দুনিয়াতে বাস করেন তারাই জানেন। ইদানিং ছেলে মেয়ের রিলেশন নিয়ে অনেক রকম নাটক টিভিতে প্রচারিত হচ্ছে।

যখন যা দরকার গার্ডিয়ানরা তখন উলটো পথে হাটা শুরু করেন। আমি যদি মেয়ের ছবি দেখে যদি মেয়েকে অপছন্দ করে মানা করে দেই এটাই তো সব থেকে বেটার, বা আমার ছবি দেখে মেয়ে যদি অপছন্দ করে মানা করে দেয় তাহলে দুই ফ্যামিলির জন্য বেটার নয় কী? কিন্তু বাবা মা রা চান সামনা সামনি যেতে হবে। দুই ফ্যামিলির সামনা সামনি হতে গেলে দুই ফ্যামিলিতে প্রায় ৬ ঘন্টার মতো সময় নষ্ট। তারপর মেয়ে পছন্দ না হলে আরেক মেয়ে দেখে, ছেলে না হলে আরেক ছেলে দেখো। বলতে বলতে দেখা যায় ঐ আগের নিয়মে গরু দেখার মতো করে মেয়ে ছেলে দেখা হচ্ছে।

যদি মাথায় প্রশ্ন আসে ছবি দিতে দোষ কি? ছবি দিতে দোষ মা বাবা মনে করে থাকেন যদি ছবি এডিট করে কোনো ইল্লিগ্যাল কাজ করা হয়, কিন্তু প্রযুক্তির যুগে এই ধরনের চিন্তা করাটা ঠিক সেসব ফ্যামিলির জন্য যারা খুবই কনজারভেটিভ বা যারা প্রযুক্তি থেকে কিছুটা পিছিয়ে আছে। কিন্তু বর্তমানে দেখা যায় মেয়ে ছেলে সমানে ফেসবুক, হাইফাইভ থেকে শুরু করে বিভিন্ন যায়গায় দুনিয়ার ছবি মানে নিজের সব ছবি দিয়ে দিচ্ছে সেখানে বিয়ের জন্য একটি ছবি কি খুবই সমস্যার কারন হয়ে দাঁড়াবে??????? তাহলে পাঠকরাই বলুন আমার এখন কি করা উচিত? গরু দেখার মতো মেয়ে দেখতে যাওয়া তারপর মেয়ে পছন্দ না হলে চলে আসা নাকি আগে ছবি দেখে প্রাথমিক পছন্দ পর্ব সেরে নেয়া। বিশেষ করে মেয়েদের বলছিঃ ১। আপনা কোনটি বেশি সুবিধা মনে করেন? ছবি দেখে মেয়ে দেখতে যাওয়া? সরাসরি মেয়ে দেখতে যাওয়া? ২। চিন্তা করুন ২০ টা বায়ডাটা ও ছবির মাঝে আপনার ২/৩ জনকে ভালো লাগতে পারে, এই ২/৩ জনের সামনে যাওয়া ভালো মনে করেন? নাকি উক্ত ২০ জনের সামনে যেতে।

উত্তর দিন। উত্তর চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।