আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই...
আমি লেবার ভিসায় কাজ করি তাই লেবার ভিসার কথা বলছি।
যখনই বাংলাদেশের মানুষ শোনে বিদেশ লোক নিবে তখনই দৌড়ায় গোড়া দৌড়। এ দৌড়ে মানুষের কতটা লাভ বা ক্ষতি হয় কেও কখনও হিসেব করে দেখেনি। যদি কেও কম টাকায় আসতে পারেন আসুন থেকে যান কয়েক বছর।
আর যদি এমন হয়, যেমন-আমার প্রতিদিন প্রায় শত শত মানুষের সাথে দেখা হয় কথা হয়।
প্রত্যেকটা মানুষের একটি কথা আমি বিদেশে এসে ভুল করেছি। ভাই ৩ লাখ টাকা দিয়ে এসে ১০ হাজার টাকা বেতনে কাজ করি , তাও সব মিলিয়ে ১৬ ঘন্টা। কয়েক বছর লাগবে শুধু লোনের টাকা উঠাতে।
এসব থেকে মুক্তি পেতে দেশে বসে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমার সাথে কাজ করে অনেক মানুষ দেশের ৪০ হাজার টাকা বেতনের টাকার চাকরীও ছেড়ে এসেছে।
কি লাভ কেও ভেবে আসেনি বলা যায়।
একদম খাটি সত্য কথা , দেশের জমি বিক্রি না করে দেশে বসে ১৬ ঘন্টা কামলা দেওয়া অনেক ভাল যদি কারও জমি বিক্রি করে বিদেশে আসতে হয় বা ধার করে আসতে হয়।
আরও কয়েকটি জটিল সমস্যা বলা যায়, অনেকেই দেখা বিভিন্ন ধরনের অসুস্থ দেহ নিয়ে বিদেশে আসে। এটা একেবারে ঠিক নয়। যে পরিমানে কঠিন কাজ দেওয়া হয় তাতে শরীরের অনেক ক্ষতি হয় ।
তাছাড়া বলাও যায় না আবার না করেও পারেনা। শুধু বিভিন্ন জায়গায় দাড়িয়ে কাদতে দেখি।
তাই বলি, ভাবিয়া করিও কাজ , করিয়া ভাবিওনা!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।