আমাদের কথা খুঁজে নিন

   

আল মাহমুদ এর একটি কবিতা, ঘুম ঘোরে.

সাপ-লুডু খেলছি বিধাতার সঙ্গে

ঘুম ঘোরে আল মাহমুদ কার হাঁক শুনে কতো বাঁক ঘুরে এসেছি পথের মোড়ে পা দু’খানি আর চলে না সামনে চোখের পাপড়ি কাঁপছে নিয়ত আমি কি গো ঘুম ঘোরে স্বপ্নে হাঁটছি সত্যে হাঁটছি মিথ্যায়ও চলে পা কেবল আমি কি সামনে চলব? বারণ দিচ্ছে না। অস্ত সূর্য ছড়ায় লালিমা আমি হয়ে গেছি লাল আমার পেছনে আমার সামনে ডুবে যায় মহাকাল আমাকে কেউ কি নেবে না সঙ্গে পাড়ি দিতে এই পথ রথ চলে গেছে রথের মেলায় আমি হয়ে গেছি পথ পথের দুঃখ পথের অশ্র“ শ্মশ্র“তে ভেজা নুন অস্তে যখন মিলায় সকলে কে গায় আমার গুণ উদয় দিনের সূর্য দেখেছি, দেখেছি অস্তাচল আমার সামনে অথৈ পিপাসা টলমল করে জল এ কার অশ্র“ স্রোত হয়ে নামে বিস্মৃতি আসে ধেয়ে হাত ধরে ছিলো বহুকাল আগে একটি নরম মেয়ে সেই স্মৃতি নিয়ে চলেছি দিবসে এখনোতো কালরাত জানি না কোথায় চলেছি অন্ধ, কে ধরবে এই হাত। তারিখ: ১৮.০৮.২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।